শেষ আপডেট: 23rd November 2024 16:40
দ্য় ওয়াল ব্যুরো, হুগলি: ট্যাব কাণ্ডে চোপরায় গ্ৰেফতার হওয়া দুই অভিযুক্তকে শনিবার চন্দননগর মহকুমা আদালতে পেশ করল হুগলি জেলা গ্ৰামীন পুলিশ। শুক্রবার অভিযুক্ত এমডি ফারুক আলম ও গুলজার আলিকে চোপড়া থেকে গ্ৰেফতার করে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয় হুগলিতে। ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে সরানোর ক্ষেত্রে এদের দুজনের সক্রিয় ভূমিকা আছে বলে পুলিশ জানিয়েছে।
হুগলি জেলা গ্রামীণ পুলিশ সূত্রে জানা গেছে, শতাধিক স্কুল পড়ুয়ার অ্যাকাউন্টের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে বলে একাধিক থানায় অভিযোগ জমা পরে। তদন্তে নামে হুগলি গ্রামীণ পুলিশের সাইবার ক্রাইম বিভাগের আধিকারিকরা। তদন্তের সূত্র ধরে দক্ষিণ দিনাজপুর এর চোপড়ায় পৌঁছয় জেলার একটি টিম। স্থানীয় পুলিশের সহযোগিতায় চোপড়া থানা এলাকা থেকে দুজনকে গ্ৰেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃত গুলজার আলির ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্কুল পড়ুয়াদের ট্যাবের টাকা ঢুকেছে। পড়ুয়াদের ট্যাবের টাকা গড়মিল করানোর ক্ষেত্রে দুজনের ভূমিকা আছে, যার বেশ কিছু প্রমাণ পাওয়া গেছে।
অভিযুক্তরা কীভাবে পড়ুয়াদের অ্যাকাউন্টের টাকা তাদের অ্যাকাউন্টে ঢোকাল, আর কারা কারা এই চক্রের সাথে যুক্ত আছে, কতদিন ধরে তারা এই ধরনের অপরাধ করছে, তা জানতে অভিযুক্তদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায়
পুলিশ। তাই আদালতে পেশ করে হেফাজতে চেয়ে আবেদন জানানো হয়।