শেষ আপডেট: 7th December 2024 19:46
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: শনিবার বিকেলে কোদালিয়া-২ গ্রাম পঞ্চায়েতের নলডাঙা নারায়ণপুর এলাকায় জনসংযোগ করতে বের হন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। পিএইচই র পানীয় জল দিয়ে মাছ চাষ হচ্ছে অভিযোগ পেয়ে এক গৃহস্থের বাড়িতে ঢুকে দেখেন রীতিমতো চৌবাচ্চা বানিয়ে পানীয় জল দিয়ে মাছ চাষ চলছে। ক্ষোভে ফেটে তিনি।
বাড়ির মালিক পিন্টু রায়কে ডেকে বিধায়ক বলেন, "লাইন কাটিয়ে দিন। না হলে এফআইআর হয়ে যাবে। অ্যারেস্ট হয়ে যাবেন।"
কেন পানীয় জল অপচয় করছেন? এ প্রশ্নের উত্তরে পিন্টু রায় বলেন, "অনেকেই করছে, তাই করেছি। পিএইচই র জল পানীয় জল হিসাবে ব্যবহারের জন্যই। তবে অনেকেই রাস্তা ধোয়ার কাজেও লাগায় দেখি। তাই আমিও করেছি।"
জানা গেল পানীয় জলে মাছ চাষ হচ্ছে জানতে পেরে পঞ্চায়েত তাঁকে নিষেধ করেছিল। তাও শোনেননি তিনি। বিধায়ক বলেন, "মুখ্যমন্ত্রী বারবার বলছেন পিএইচই র পানীয় জল অপচয় না করতে। অথচ এভাবে জল চুরি হচ্ছে। ওঁকে লাইন কেটে দিতে বলেছি। কয়েকদিন দেখা হবে। না কাটলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।"
জানা গেছে, জল প্রকল্পের চুরি নিয়ে ৪৩০ টি অভিযোগ জমা পড়েছে। ৩১ টি এফআইআর হয়েছে। জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে সরাসরি অভিযোগ করতে বলেছেন। তারপরেও দেখা যাচ্ছে জল অপচয় চলছেই।