শেষ আপডেট: 22nd March 2025 17:30
দ্য ওয়াল ব্যুরো: কাজের টোপ দিয়ে গাড়িতে তুলে যুবতীকে ধর্ষণের অভিযোগ। ঘটনা পশ্চিম মেদিনীপুরের ডেবরার। হুগলির ওই যুবতীকে ডেবরায় নিয়ে যাওয়া হয়। সেখানেই গাড়ির ভিতরে ধর্ষণ করেন তিনকজন। ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে ডেবরার তিন যুবক ওই যুবতীর সঙ্গে ফোনে যোগাযোগ করেন। কাজের সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ডেকে পাঠান। নির্দিষ্ট স্থানে পৌঁছতেই যুবতীকে জোর করে গাড়িতে তোলা হয়। এরপর চলন্ত গাড়ির মধ্যেই একে একে তিনজন মিলে ধর্ষণ করে।
এই ভয়ঙ্কর অত্যাচারের পর কোনওভাবে পালিয়ে ডেবরা থানায় পৌঁছন নির্যাতিতা। অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার খবর পাওয়া মাত্রই তদন্তে নামে পুলিশ।
তৎক্ষণাৎ তিন অভিযুক্তকে গ্রেফতার করে শনিবার আদালতে তোলা হয়।