শেষ আপডেট: 30th August 2024 19:05
দ্য ওয়াল ব্যুরো,হুগলি: দিন কয়েক আগে আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে মিছিল সংগঠিত করায় এক এসএফআই সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছিল কোন্নগরের হীরালাল পাল কলেজে। সেই কলেজেই শুক্রবার 'সন্দীপ ঘোষ গ্রেফতার হচ্ছে না কেন? সিবিআই জবাব দাও!' পোস্টার হাতে নিয়ে বিক্ষোভ দেখালেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।
মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বিভিন্ন কলেজের সামনে আরজি করের ঘটনার প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে। কোন্নগরের হীরালাল পাল কলেজের সামনেও মঞ্চ বেঁধে প্রতিবাদে নামেন কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা।
দিন কয়েক আগে আরজি করের ঘটনার প্রতিবাদে মিছিল সংগঠিত করায় এসএফআইয়ের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় তা পোস্টও করেছিলেন বাম নেত্রী দীপ্সিতা ধর। প্রথম বর্ষের যে ছাত্রকে মারধর করা হয়েছিল বৃহস্পতিবার তিনি উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। এরপরেই হীরালাল পাল কলেজের তৃণমূল ছাত্র পরিষদও পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করে। দাবি করা হয়, এসএফআই সমর্থক ওই ছাত্র মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল। তাই মেয়েরাই মারধর করেছে তাঁকে।
শুক্রবার সকাল থেকেই এই ঘটনার প্রতিবাদে পথে নামেন হীরালাল পাল কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। তাঁদের দাবি, যারা চিকিৎসকের হত্যার বিচার চাইছেন তাঁরাই আবার কলেজে এসে মেয়েদের সঙ্গে খারাপ আচরণ করছে।সেখানে বিক্ষোভরত ছাত্র-ছাত্রীদের হাতে দেখা যায় পোস্টার। তাতে সন্দীপ ঘোষকে কেন সিবিআই গ্রেফতার করছে না, সেই প্রশ্ন তোলা হয়।