শেষ আপডেট: 2nd March 2025 15:45
দ্য ওয়াল ব্যুরো: বাম ও অতিবামরাই নষ্ট করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে (jadavpur University)। শনিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে (Bratya Basu) হেনস্থার ঘটনায় এমনই মন্তব্য করলেন তৃণমূল সাংসদ (TMC MP) কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। রবিবার বৈদ্যবাটিতে এক রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের লাগাতার অচলাবস্থার জন্য বামেদের কাঠগড়ায় তোলেন তিনি।
কল্যাণ এদিন বারবার মনে করিয়ে দেন, বিগত ৭-৮ বছর ধরে যাদবপুরে বাম এবং অতিবাম এমন কিছু কাজ করছে যাতে বিশ্ববিদ্যালয়ের বদনাম হয়েছে, সম্মান নষ্ট হয়েছে, ভারতের লজ্জায় পরিণত করেছে।
তবে শিক্ষামন্ত্রীর উপর বামপন্থী সমর্থকদের চড়াও হওয়ার বিষয়টা একেবারেই ভাল চোখে দেখেননি কল্যাণ। তাঁর অভিযোগ, অভিযোগ থাকতেই পারে। তার জন্য সুষ্ঠু আলোচনা প্রয়োজন। এভাবে চড় মেরে, ঘেরাও করে, গাড়ি আটকে পরিস্থিতিকে আরও অশান্ত করে তোলা হয়েছে। কল্যাণ এদিন প্রশ্ন তোলেন এটা কেমন ঘটনা? যাদবপুরের ইতিহাসকে নষ্ট করেছে বাম ও অতিবামরা।
শনিবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ওয়েবকুপার সভাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখিয়েছিল বাম ছাত্র সংগঠন। ছাত্র সংসদ নির্বাচনের দাবি ছিল তাঁদের। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেখানে পৌঁছলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ভাঙচুর করা হয় তাঁর গাড়ি, ভাঙে কাচ। বিক্ষোভরত ছাত্ররাও আহত হন। পাশাপাশি যাদবপুরে তৃণমূল শিক্ষাবন্ধুর অফিসে ভাঙচুর হয়েছে। ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন ছাত্রকে গ্রেফতার করেছে যাদবপুর থানার পুলিশ।
ঘটনায় শিক্ষামন্ত্রীর কোমরে এবং হাতে চোট লাগে। এরপরই চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে গেছিলেন শিক্ষামন্ত্রী। প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে তাঁকে ছেড়েও দেওয়া হয়।