শেষ আপডেট: 16th October 2024 14:35
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বাড়ির বাথরুম থেকে উদ্ধার তৃণমুল নেতার দেহ। খুনের দায়ের তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রীকে আটক করেছে পুলিশ। মৃতের পরিবার ও স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগের ভিত্তিতে ওই মহিলাকে আটক করা হয়েছে। এই ঘটনা শোরগোল পড়ে গেছে আরামবাগে। পুলিশ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয়।
মৃত তৃণমূল নেতার নাম ফায়েজ উদ্দিন খান(৩৮)। তিনি আরামবাগ শহর তৃণমূল পরিচালিত টোটো ইউনিয়নের সম্পাদক ছিলেন। আরামবাগের বাসুদেবপুর এলাকায় তৃণমূল নেতার ফ্ল্যাটের বাথরুম থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। মাথার পিছনে ক্ষত চিহ্ন পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, ওই ফ্ল্যাটে তিনি ভাড়া থাকতেন।
মৃতের আত্মীয়দের দাবি, কয়েক বছর আগে আরামবাগেরই তিরোল গ্রাম পঞ্চায়েতের দাদনপুর গ্রামের বাসিন্দা ফায়েজের সঙ্গে বিয়ে হয় রেশমা খাতুনের। রেশমা ওই তৃণমূল নেতার দ্বিতীয় স্ত্রী। প্রথমপক্ষের স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরে দ্বিতীয় বিয়ে করেন ওই তৃণমূল নেতা।
তাঁদের অভিযোগ, বিয়ের পর থেকেই দ্বিতীয় স্ত্রী রেশমা তৃণমূল নেতাকে গ্রামের বাড়ি ছেড়ে আরামবাগ শহরে বসবাসের জন্য চাপ দিচ্ছিলেন। সেইমতো গত ১০ তারিখ আরামবাগ শহরের বাসুদেবপুর এলাকায় একটি ফ্ল্যাটে ভাড়া নিয়ে থাকতে শুরু করেন তাঁরা। বুধবার সকালে পুলিশ সেই ফ্ল্যাটের বাথরুম থেকে ওই তৃণমূল নেতার দেহ উদ্ধার হয়। গামছা ঝোলানো ছিল শৌচালয়ে। নীচে পরে ছিল মৃতদেহ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশের প্রাথমিক অনুমান গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন ফায়েজ। তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে আরামবাগ পুলিশ। মৃতের স্ত্রী বলেন, "আমি ঘুমিয়ে ছিলাম কিছুই বুঝতে পারিনি। তারপরে উঠে দেখি রক্ত।যাদের খুব ভালোবাসতো তারাই ওকে গালিগালাজ করেছে খারাপ কথা বলেছে। তাই অভিমানে হয়তো তিনি এই কাজ করেছেন।"