রণক্ষেত্র মানকুন্ডু
শেষ আপডেট: 28th August 2024 11:36
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বিজেপির ডাকা ধর্মঘটে রণক্ষেত্রের চেহারা নিল মানকুন্ডু স্টেশন। ট্রেন আটকাতে এই স্টেশনে রেললাইনের উপর নেমে পড়েন বিজেপির কর্মী সমর্থকরা। তাদের হটাতে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। উন্মত্ত কর্মীদের রেললাইন থেকে হটাতে লাঠি উঁচিয়ে তেড়ে যায় পুলিশ।
বিজেপি নেতাদের অভিযোগ, তাঁদের বেশ কয়েকজন কর্মী পুলিশের লাঠিতে জখম হয়েছেন। লাঠি নিয়ে ধেয়ে গিয়েও পরিস্থিতি সামাল দিতে না পারায় পরে কাঁদানে গ্য়াসের শেল ফাটায় পুলিশ। তাতেও বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন বলে দাবি করেছেন বিজেপি নেতারা।
বুধবার সকাল থেকেই রেল অবরোধে সামিল হন বিজেপি কর্মীরা। মানকুন্ডু স্টেশনে সাড়ে আটটা থেকে আপ ও ডাউন লাইনে রেল অবরোধ করে বিজেপি কর্মীরা। দুটি লাইনেই দাঁড়িয়ে পড়ে লোকাল ট্রেন। একটিতে দূরপাল্লার বালুরঘাট এক্সপ্রেসও দাঁড়িয়ে পড়ে। প্রায় দু'ঘণ্টা ধরে চলে অবরোধ। যার ফলে চরম ভোগান্তির মধ্যে পড়েন নিত্যযাত্রীরা। অফিস টাইমে রেল অবরোধ হওয়ায় চূড়ান্ত নাকাল হন তাঁরা।
জিআরপি ও আরপিএফ অবরোধ হটানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। দীর্ঘক্ষণ হাওড়া-বর্ধমান মেন ও ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকে। পরিস্থিতি স্বাভাবিক করতে এরপরেই ঘটনাস্থলে পৌঁছন চন্দননগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ কর্তারা।পুলিশ লাইন থেকে বিশাল পুলিশ বাহিনী-র্যাফ-উইনার্স টিম ও কমব্যাট ফোর্সও ঘটনাস্থলে পৌঁছয়। এরপরেই কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। অবরোধকারীদের ছত্রভঙ্গ করে ট্রেন চলাচল স্বাভাবিক করে।