শেষ আপডেট: 17th September 2024 13:03
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: হুগলির সাহাগঞ্জে জুপিটার কারখানার সুপারভাইজার পাপ্পু দাসকে পিটিয়ে খুনের অভিযোগে তিনজনকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার ভোরে তিনজনকে গ্রেফতার করে চন্দননগর পুলিশের গোয়েন্দারা।
পুলিশ সূত্রে জানা গেছে,ধৃতদের মধ্যে একজন সাব কনট্রাকটর ও দুই জন শ্রমিক।
পুলিশসূত্রে জানা গেছে, বিশ্বকর্মা পুজোর খাওয়াদাওয়ার জন্য টাকা চাওয়া নিয়ে বচসা বাঁধে। তার জেরে খুন। ধৃতদের মঙ্গলবার চুঁচুড়া আদালতে পেশ করা হবে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। মঙ্গলবার বিশ্বকর্মা পুজোর প্রস্তুতি চলার সময় কারখানা গেটের বাইরে সুপারভাইজার পাপ্পু দাসকে পিটিয়ে মারা হয়।তাকে বাঁচাতে গিয়ে আহত হন দুই শ্রমিক। ব্যান্ডেল ই এস আই হাসপাতালের ডাক্তাররা পাপ্পুকে মৃত বলে ঘোষণা করেন।
জুপিটার কারকাখানার গেটের ঠিক বিপরীতে পুতুল দেবী পাশোয়ানের ভাতের হোটেল। তিনি জানান, পাশের দোকানে বসে চা খাচ্ছিলেন সুপারভাইজার। কয়েকজন শ্রমিককে মাংস কেনার টাকা দেন তিনি। তখন আরও টাকার দাবি করেন শ্রমিকরা। তা নিয়ে তর্ক শুরু হয়। তারপরেই শ্রমিকরা তাঁকে ঘিরে ধরে।
ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজেও দেখা যায় কারখানা গেট থেকে উত্তেজিত কয়েকজন বেরিয়ে আসে। চড়াও হয় সুপারভাইজারের উপর। কিল চর ঘুষি চলতে থাকে। দোকানের সামনে ফেলে মারা হয় তাঁকে। সিসিটিভি ফুটেজেই দেখা যায় ঘটনা দেখে অনেকেই দাঁড়িয়ে পড়েন। কিন্তু কেউ তাঁকে ছাড়াতে এগিয়ে যাননি। এভাবেই কিছুক্ষণ চলতে থাকে।পরে কয়েকজন শ্রমিক বেরিয়ে এসে ছাড়াতে গিয়ে আক্রান্ত হন।
জানা গেছে, বিশ্বকর্মা পুজোয় শ্রমিকদের খাওয়াবেন বলে ২০ কিলো মাংসের অর্ডার দিয়েছিলেন সুপারভাইজার। তা নিয়েই বচসার সূত্রপাত।