শেষ আপডেট: 1st October 2024 17:35
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: কেপমারির নতুন উপায়ে চিন্তার ভাঁজ হুগলি পুলিশের কপালে। প্রেসার মাপতে ওষুধের দোকানে ঢুকে বেরোনোর সময় ক্যাশবাক্স সাফ করল দুষ্কৃতীরা। তদন্তে পোলবা থানার পুলিশ।
বরুনান পাড়ায় পোলবা বিডিও অফিসের সামনে এই ঘটনাটি ঘটে। মঙ্গলবার দুপুরে ওষুধের দোকানে একাই ছিলেন মালিক অরবিন্দ ঘোষ। তিনি জানান, একজন প্রেসার মাপতে এসেছিলেন। তাঁর সঙ্গে ছিলেন আরও দুজন। প্রেসার মাপা হয়ে গেলে তাঁর কাছ থেকে ওষুধ চান ওই ব্যক্তি। এরপর ওষুধ নিয়ে দাম না দিয়েই দোকান থেকে বেরিয়ে যান ওই ব্যক্তি। তখনও তার সঙ্গে আসা আরও দুই ব্যক্তির দোকানেই বসেছিল।
ওষুধের দাম না দিয়ে দোকান থেকে বেরিয়ে যাওয়ায় ওই ব্যক্তির পিছু নেন মালিক অরবিন্দ ঘোষ। যদিও ওই ব্যক্তিকে আর পাওয়া যায়নি। অরবিন্দবাবু ফিরে এসে দেখেন ক্যাশবাক্স খালি। দোকানে থাকা দুই ব্যক্তিও নেই। প্রায় সাত আট হাজার টাকা খোয়া গেছে বলে দাবি ওই ওষুধ ব্যবসায়ীর। থানার দারস্থ হন তিনি। দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে পোলবা থানার পুলিশ।