শেষ আপডেট: 8th November 2024 19:37
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: চণ্ডীতলায় ফের সোনার দোকানে কেপমারি! এবার ক্রেতা সেজে দোকানে ঢুকে দরদাম করতে করতে সোনার চেনের বান্ডিল নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় চণ্ডীতলার গড়লগাছা এলাকায় একটি সোনার দোকানে ক্রেতা সেজে দুই দুষ্কৃতী দোকানে ঢোকে এবং ব্যবসায়ীকে সোনার গয়না দেখাতে বলে।
ব্যবসায়ী সোনার চেনের বান্ডিল বার করে দেখান। এরপরেই শুরু হয় দামদস্তুর। এই সময় ব্যবসায়ীর অন্যমনস্কতার সুযোগে চেনের বান্ডিল নিয়ে বাইকে চেপে চম্পট দেয় দুই দুষ্কৃতী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চণ্ডীতলা থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করে চণ্ডীতলা থানার পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। পুলিশ জানিয়েছে, সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজ চলছে। পাশাপাশি কত টাকার গয়না খোয়া গেছে তার হিসেব নিকেশ চলছে।
গত ২৫ শে অক্টোবর ভোরে চণ্ডীতলার বেগমপুরে শাটার কেটে পরপর দুটি সোনার দোকান থেকে গয়না চুরি করে দুষ্কৃতীরা। এবার চণ্ডীতলার গড়লগাছা এলাকায় সোনার দোকানে কেপমারির ঘটনায় আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা। দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছে তারা।