শেষ আপডেট: 29th October 2024 14:05
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ডানকুনির খোরিয়ালে পুকুর থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। জল থেকে উদ্ধার হয়েছে একটি মোটরবাইকও। পুলিশের অনুমান, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইক নিয়ে পুকুরে পড়ে যান তিনি। তারপর আর তাঁর পক্ষে উঠে আসা সম্ভব হয়নি।
মঙ্গলবার সকালে ডানকুনি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের খোরিয়ালে একটি পুকুরে ওই যুবকের মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। পুকুরের জলে দেহ দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ডানকুনি থানায় খবর দেন বাসিন্দারা। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। তারপরেই নজরে পরে পুকুরে পড়ে রয়েছে একটি মোটরবাইক। দেহ উদ্ধারের পর দড়ি বেঁধে সেই বাইকও তোলা হয়। ঘটনায় শোরগোল পড়ে গোটা এলাকায়।
পরে পুলিশ মৃত যুবকের নাম ও পরিচয় জানতে পারে। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম দীপক সিং। বাড়ি হাওড়া জেলার বালিতে। পুলিশের প্রাথমিক অনুমান বাইক নিয়ে নিয়ে জলে পড়ে অস্বাভাবিক মৃত্যু হয়েছে তাঁর। তবে পুলিশ কর্তারা জানান, শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ জানা যাবে। কী কারণে ওই যুবক বালি থেকে ডানকুনি এসেছিলেন তাও জানার চেষ্টা করছে পুলিশ।