শেষ আপডেট: 3rd January 2025 13:53
দ্য ওয়াল ব্যুরো, হুগলি; রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকে বিস্ফোরণ। বিস্ফোরণের জেরে ভেঙেচুরে গেল ট্রাকের সামনের অংশ। ঘটনায় গুরুতর জখম হয়েছেন দুজন। আহত হয়েছেন দুজন। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পরে তারকেশ্বরের ভীমপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে তারকেশ্বর-চাঁপাডাঙ্গা রোডের ধারে তারকেশ্বরের ভীমপুর এলাকায় একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। পড়ে তাঁরা দেখেন দাঁড়িয়ে থাকা ট্রাকের ভিতরে বিস্ফোরণ হয়। ট্রাকের সামনের অংশ উড়ে যায়। কী কারণে বিস্ফোরণ তা জানা যায়নি।
বিস্ফোরণের সময় ট্রাকের মধ্যেই ছিলেন ট্রাকের চালক ও খালাসি। বিস্ফোরণের জেরে দুজনেই আহত হন।তাদের উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। পুরো ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তারকেশ্বর থানার পুলিশ।