শেষ আপডেট: 13th September 2024 15:49
দ্য় ওয়াল ব্যুরো, হুগলি: চিকিৎসকের প্রেসক্রিপশন, খাবারের বিল এমনকি ছেলের জন্মদিনের মেনু কার্ডেও জাস্টিস ফর আরজি করের দাবি নজরে এসেছে। এবার চায়ের দোকানেও দেখা গেল অভিনব প্রতিবাদ। আরজি করের বিচারের জন্য দিন গুনে যাওয়ার বোর্ড ঝুলল বলাগড়ের চায়ের ঠেকে। সেখানে প্রতিদিন চা বিক্রেতা জয় মনে করিয়ে দিচ্ছেন, 'চা খেতে খেতে ভুলে যাবেন না বিচার পায়নি তিলোত্তমা'।
বলাগড়ের চা বিক্রেতা প্রতিদিন দোকান খুলেই আরজি করের ঘটনার বিচার চেয়ে তারিখ বদলে যান। ক্রেতাদের মনে করিয়ে দেন এখনও বিচার পায়নি আরজি করের নির্যাতিতা।
বলাগড়ের জিরাটের বাসিন্দা জয় ধর। অসম লিঙ্ক রোডের পাশে বারুইপাড়ায় চায়ের দোকান রয়েছে বছর ৩৬ এর জয়ের।বিএ ফাইনাল ইয়ারে পড়তে পড়তে পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন। কিছুদিন ঠিকাদারি, সেলসম্যানের কাজ করেন। পরে স্বাধীনভাবে কিছু করার তাগিদে চায়ের দোকান খোলেন। দোকানের নাম দেন জয়দার চায়ের দোকান।
প্রতিদিন বিকেল হলেই তার চায়ের দোকানে ভিড় জমে অনেক মানুষের। গাড়ির থামিয়েও দু-দণ্ড দাঁড়িয়ে চা খান অনেক যাত্রী। জয় তাঁদেরই মনে করিয়ে দেন এখনও বিচার হয়নি আরজি করে তরুণী চিকিৎসকের নৃশংস হত্যার ঘটনার। জয়ের দোকানের ঠিক ডান দিকের দেওয়ালে একটি বোর্ড ঝোলানো রয়েছে। তাতে নীল কালিতে লেখা রয়েছে "চা খেতে খেতে ভুলে যাবেন না বিচার পায়নি তিলোত্তমা। আর সেই ছবিই এখন ভাইরাল।
দোকানের এক ক্রেতা জিৎ ঘোষ বলেন, "আমরা সবাই রাস্তায় নেমে প্রতিবাদ করছি। তবে তার মধ্যে এটা দেখে ভালো লাগছে যে চায়ের ব্যবসা চালিয়েও প্রতিবাদের আওয়াজ তুলেছেন জয়।" আর জয় বলেন, "চায়ের দোকান সামলে সেভাবে রাস্তায় নেমে প্রতিবাদ করতে পারছি না। তাই এমন ভাবেই প্রতিবাদ করছি। যারা প্রতিবাদ করছেন তাদের পাশে আছি এবং তাদের সাহস জোগাচ্ছি। চলার পথে মানুষ যাতে ভুলে না যায়। ধর্ষণের বিরুদ্ধে যেন এক কঠোর আইন তৈরি হয়। প্রতিটা বাড়ির মহিলা যেন সুরক্ষিতভাবে রাস্তায় বেরোতে পারেন।"