শেষ আপডেট: 23rd July 2024 13:55
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বাঁশবেড়িয়া জুটমিল সংলগ্ন সবজি বাজার ঘেরার জন্য মাপজোখ করতে গিয়ে ব্যবসায়ীদের বাধার মুখে পড়লেন মিল কর্তৃপক্ষ। বাজার ছেড়ে ঘেরার দাবি তুলেছেন ব্যবসায়ীরা। এই নিয়েই শুরু হয় বাকবিতণ্ডা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।
কিছুদিন আগে এই সবজি বাজার পরিদর্শনে এসেছিলেন সদর মহকুমা শাসক। স্তূপাকৃত আবর্জনা দেখে মিল কর্তৃপক্ষকে সেই আবর্জনা সরিয়ে নেওয়ার জন্য বলে গিয়েছিলেন তিনি। তখনই আবর্জনা সরিয়ে বাউন্ডারি দেওয়া হবে বলে স্থির হয়। যাতে আবার কেউ আবর্জনা না ফেলতে পারে।
সেই মতোই মঙ্গলবার বাঁশবেড়িযা গ্যাঞ্জেস জুটমিল কলোনিতে সবজি বাজারের মাপজোখ করতে লোক পাঠায় মিল কর্তৃপক্ষ। লোহার বিম দিয়ে ঘেরার কাজ শুরু হতেই স্থানীয় ব্যবসায়ীরা বাধা দেন। বিম উপড়ে ফেলে দেন তাঁরা। তাঁদের দাবি বাজার ছেড়ে ঘেরা হোক। কারণ বাজার ঘিরে দিলে তাদের ব্যবসা মার খাবে।
এই নিয়ে মিল কর্তৃপক্ষের সঙ্গে ব্যবসায়ীদের বাগ-বিতণ্ডা শুরু হয়। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বাঁশবেড়িয়া বাজার মিল ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবস্থা সামাল দেয়। এরপরেই ব্যবসায়ীদের প্রতিনিধি দল মিল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে। সবজি বাজার ছেড়ে পাঁচিল দেওয়ার ব্যাপারে সহমত হয় দু'পক্ষ। ব্যবসায়ী সমিতির সদস্য গৌরি সাউ বলেন, "মিল ম্যানেজমেন্টের সঙ্গে কথা হয়েছে। সবজি বাজার বাদ দিয়ে মাপ করে পাঁচিল দেওয়া হবে।" তারপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।