শেষ আপডেট: 21st September 2024 19:02
দ্য ওয়াল ব্য়ুরো, হুগলি: পরশুড়ায় বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন ''ম্যান মেড বন্যা''। এই পরিস্থিতির জন্য ডিভিসিকেও দায়ী করেছিলেন। শনিবার বন্যা দুর্গত পুরশুড়ায় পৌঁছেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তাঁর দাবি, ''২৬ শে বিজেপি সরকার এলে বন্যা হবে না।''
রাজ্যের বিরোধীনেতা বলেন, "প্রত্যেক বছর চিঁড়ে গুড়, পলিথিন বন্ধ হোক। বন্যা নিয়ন্ত্রণ হোক। এটা করতে গেলে মুখ্যমন্ত্রীকে তাড়াতে হবে। ২৬ শে বিজেপি সরকারকে আনুন। কথা দিচ্ছি বন্যা বন্ধ হবে। না হলে মুখ দেখাবো না।"
তাঁর আরও দাবি, "রাজনীতি করার জন্য ছবি তুলতে আসিনি। দুর্গতদের কথা ভেবে ত্রাণ বিলি করতে এসেছি।"
এদিন বন্যা দুর্গতদের জন্য বিজেপির তরফ থেকে ত্রিপল, শুকনো খাবার, বেবি ফুড বিলি করা হয়। পুরশুড়ার মানুষের সঙ্গে কথাও বলেন শুভেন্দু। মঞ্চ থেকে নেমে এলাকা পরিদর্শনে যান। দুর্গতদের অভাব অভিযোগের কথাও শোনেন।
বিরোধী নেতাকে সামনে পেয়ে স্থানীয়রা এদিন ক্ষোভ উগরে দেন। তাঁদের অভিযোগ, নদীপাড়েই বাড়িঘর রয়েছে। প্রতিবছর বন্যা, ভাঙন লেগেই থাকে। এতে জমি হারিয়েছেন অনেকেই। বারে বারে প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। বালির বস্তা ফেলে ভাঙন রোধে অস্থায়ী ব্যবস্থা করে দেওয়া হয়। কিন্তু বাসিন্দারা চান এবিষয়ে স্থায়ী সমাধান বের করুক সরকার। পরশুরার বাসিন্দাদের অভিযোগ, এখনও পর্যন্ত তাঁদের কাছে রান্না করা খাবার পৌঁছয়নি। শুষ্ক খাবার খেয়েই তাঁদের দিন কাটাতে হচ্ছে।