শেষ আপডেট: 19th January 2025 16:46
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ফের বেফাঁস বিজেপি নেতা সুকান্ত মজুমদার। হিন্দুদের বাড়িতে অস্ত্র রাখার নিদান দিলেন তিনি। বললেন, হিন্দুরা বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন।
রবিবার হুগলির কুন্তীঘাটে রামমন্দির উদ্বোধন ছিল। সেখানে এসেছিলেন বিজেপি রাজ্য সভাপতি। এখানেই বিতর্কিত মন্তব্য করেন সুকান্ত। হিন্দুদের উদ্দেশে সুকান্ত বলেন, "ছেলেদের ডাক্তার ইঞ্জিনিয়ার যা বানানোর বানান। কিন্তু আগে ভাল হিন্দু বানান। যে নিজে ধর্মের প্রতি সমর্পিত হবে। আর বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন। নিজের ধর্ম সংস্কৃতি রক্ষা করতে না পারলে ডাক্তার, ব্যারিস্টার যাই হোক বাস্তবে অন্য কোথাও যেতে হবে তাকে।"
তাঁর কথায়, " গত বিধানসভা নির্বাচনে ফল দেখে মাননীয়া মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছিলেন সিংহভাগ হিন্দু ভোট তাদের দিকে পড়েনি। তাই মানুষকে বোকা বানানোর জন্য এসব করছেন। আমরা মানুষকে এটাই বলব রাবণ জীবনে একবারই গেরুয়া পড়েছিল, সীতাকে হরণ করার জন্য। যাঁরা ছদ্ম হিন্দু তাদেরকে চিনে নিন। তাহলে হিন্দু সমাজ বাঁচবে।"
সইফ আলি খানের উপর হামলা প্রসঙ্গে সুকান্ত বলেন, "সইফ আলি খানের উপরে আক্রমণ নিয়ে বিরোধীরা লাফিয়ে উঠেছিল। মুসলিমদের কোনও সুরক্ষা নেই বলে। ধরা পরল কে? মুসলিম হিতৈষী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য থেকে গিয়ে চাকু গেঁথেছে। ইন্ডি জোটের যাঁরা আছে, তাঁরা মুখ্যমন্ত্রী ধরা উচিত।"
একাউন্টারের প্রসঙ্গে টেনে বিজেপি রাজ্য সভাপতি বলেন, "আমি এটাকে স্বাগত জানাবো। আমি দেখে খুশি হয়েছি, যে পশ্চিমবঙ্গ পুলিশ গুলি চালাতে জানে। আমি ভাবতাম, যে থ্রি নট থ্রি বন্দুকগুলো চলে না।কমসে কম গুলি চালাতে পেরেছেন। ডিজি সাহেব রাজিব কুমারের তো উত্তরপ্রদেশের বাড়ি। তিনি বোধহয় উত্তর প্রদেশের যোগীজির থেকে অনুপ্রাণিত হয়েছেন।"