হোমিওপ্য়াথি কলেজে পড়ুয়াদের বিক্ষোভ-নিজস্ব চিত্র
শেষ আপডেট: 29th January 2025 19:46
দেবাশীষ গুছাইত, হাওড়া
এবার হোমিওপ্যাথি কলেজে পড়ুয়াদের বিক্ষোভ। প্রিন্সিপালের ঘর ঘেরাও করে ধর্না দিচ্ছেন পড়ুয়ারা। বুধবার ঘটনাটি ঘটেছে হাওড়ার মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথি কলেজে।
পড়ুয়াদের অভিযোগ, কলেজের এক অধ্যাপিকা প্রাইভেট টিউশন পড়ার জন্য তাঁদের নির্দিষ্ট একটি প্রকাশনীর বই কেনার জন্য চাপ দিচ্ছিলেন। পড়ুয়ারা ওই অধ্যাপিকার কথা অনুযায়ী তাঁরা সেই প্রকাশনা সংস্থা থেকে বই কেনেনি। তাই বুধবার প্রথমবর্ষের পড়ুয়াদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন ওই অধ্যাপিকা। এরপরই প্রিন্সিপালের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন পড়ুয়ারা।
তাঁদের আরও অভিযোগ ওই অধ্যাপিকা দিনের পর দিন ক্লাসে আসেন না। বারবার ওপর মহলে জানিয়েও কোনও সমাধান হয়নি। তাই এদিনও কলেজ কর্তৃপক্ষের কাছে তাঁরা অধ্যাপিকার বিরুদ্ধে নালিশ করতে গিয়েছিলেন। কিন্তু তাঁকে কথা শোনেনি কর্তৃপক্ষ। তাই তাঁরা বিক্ষোভ শুরু করেছেন।
পড়ুয়াদের দাবি, তাঁদের কথা না শুনলে অনশন শুরু করবেন। কলেজের অধ্যক্ষ মাধবানন্দ সাহা অবশ্য জানিয়েছেন, অভিযোগ পেয়েছেন। কর্তৃপক্ষ এবিষয়ে খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করেছে। তারা ঘটনার তদন্ত শুরু করেছে।