শেষ আপডেট: 14th September 2024 12:08
দ্য ওয়াল ব্যুরো: বিরল প্রজাতির হোয়াইট লিপ পাইথন বা সাদা ঠোঁটের ময়াল উদ্ধার হল হুগলির বৈদ্যবাটির খড়পাড়া এলাকা থেকে। আন্তর্জাতিক বাজারে এই সাপের মূল্য আনুমানিক আড়াই লক্ষ টাকা। এটি মূলত পাহাড়ি অঞ্চলের সাপ বলে জানিয়েছেন সর্প বিশেষজ্ঞ অরিন্দম চক্রবর্তী।
শুক্রবার বিরল সাপটিকে বৈদ্যবাটি এলাকার ১৪ নম্বর ওযার্ডের খড়পাড়া থেকে উদ্ধার করেন এই বিশেষজ্ঞই। শেওড়াফুলি-তারকেশ্বর শাখার ট্রেন লাইনের ধারে সাপটিকে দেখেছিল স্থানীয়রা। তিনি জানান, সাপটির গায়ে এক ধরনের আভা রয়েছে এবং মুখের সামনের দিকটা সাদা। দেখতে খুবই সুন্দর। অনেকেই এই সাপ বাড়িতে পোষেন। সাপটির চাহিদাও প্রচুর।
কিন্তু পাহাড়ি সাপ কোথা থেকে এল বৈদ্যবাটিতে? উত্তরে অরিন্দম জানান, যে এলাকা থেকে এই বিরল সাপটিকে উদ্ধার করা হয়েছে সেখানে মাল গাড়ির লাইন রয়েছে। মনে করা হচ্ছে, কোনও পাথর বোঝাই কন্টেনারে করে পাহাড় থেকে চলে এসেছে সেটি। এমন বিরল ময়াল সাপ সচরাচর দেখা যায় না বলেও উল্লেখ করেন তিনি।
সাপটিতে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে শুক্রবারই।