শেষ আপডেট: 27th March 2025 19:32
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ১৩ দিন পর উদ্ধার হল দাদপুরের যুবকের দেহের কঙ্কাল। দাদপুর আদ্রা গ্রামের বাসিন্দা পেশায় দিনমজুর সূর্যকান্ত আহিরি (৩৫) দোলের পরের দিন ১৫ তারিখ থেকে নিখোঁজ হয়ে যান। হারিট গ্রাম পঞ্চায়েতের বাদিনান গ্রামের ধান জমি থেকে তার কঙ্কাল উদ্ধার হল।
দাদপুর থানার পুলিশ গিয়ে কঙ্কাল উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। বৃহস্পতিবার সকালে স্থানীয় এক চাষি কেষ্ট মণ্ডল সেচের জলের জন্য পাম্প চালাতে গিয়ে মাঠের মধ্যে কঙ্কাল দেখতে পান। খবর যায় পুলিশে। পরনের লুঙ্গি ও হাতের বালা দেখে ওই যুবককে শনাক্ত করে তার পরিবার।
যুবকের দাদা চন্দ্রকান্ত আহিরি বলেন, "সকালে চা খেয়ে আলুর জমিতে যাচ্ছি বলে বেরিয়েছিল ভাই। তারপর আর বাড়ি ফেরেনি। আমরা আত্মীয় পরিচিতদের বাড়ি খোঁজ নিয়েছি। কিন্তু খুঁজে পাওয়া যায়নি ওকে। আজ সকালে খবর পেলাম মাঠে কঙ্কাল হয়ে পড়ে আছে।" যুবকের মৃত্যু কী ভাবে খতিয়ে দেখছে পুলিশ।