শেষ আপডেট: 30th January 2025 15:03
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: শালিমার স্টেশন থেকে পাকড়াও করা হল ডোমকলে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেবার ঘটনায় দুই অভিযুক্তকে। আগে থেকে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে শালিমার স্টেশন থেকে তাদের গ্রেফতার করে জিআরপি।
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মাসাবুল শেখ (৪৫) ও মলিনা বিবি (৩৫)। বুধবার রাতে ১২৬৬০ শালিমার-নাগেরকল গুরুদেব এক্সপ্রেসে কেরালা পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল তারা। ডোমকল থানা সূত্রে সেই খবর পেয়ে অভিযান চালায় শালিমার জিআরপি। বৃহস্পতিবার ধৃতদের নিজেদের হেফাজতে নেয় ডোমকল থানার পুলিশ।
জানা গেছে, সোহেল রানা নামে একজনকে চুরির মামলায় গ্রেফতার করেছিল ডোমকল থানার পুলিশ। তাকে নিয়ে গত ১৬ জানুয়ারি আলীনগর গ্রামে তার বাড়িতে যায় পুলিশ। মালপত্র উদ্ধার করতে। তখনই বাড়ির লোকজন চড়াও হয় পুলিশের ওপর।
অভিযোগ, মাসাবুল শেখ হাঁসুয়া দিয়ে এক পুলিশ অফিসারকে আঘাত করে। হাতে গুরুতর আঘাত পান ওই পুলিশ অফিসার। মলিনা বিবি ড্রাইভারের গলায় হাঁসুয়া ঠেকিয়ে প্রাণে মারার হুমকি দেয়। পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া হয় আসামিকে। সেই ঘটনায় মোট ১২ জনের বিরুদ্ধে মামলা করেছিল পুলিশ। দশজন ধরা পড়লেও মাসাবুল ও মলিনা বিবি পালিয়ে বেড়াচ্ছিল। তাদের শালিমার থেকে ধরে জিআরপি।