শেষ আপডেট: 6th February 2025 17:37
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: প্রয়াগ দেখে সাবধানতা ত্রিবেণীর কুম্ভ মেলায়। রিফিউজি ক্যাম্পের কোয়ার্টার্সে নাগা সাধুরা থাকবেন না। তাদের জন্য আলাদা তাঁবুর ব্যবস্থা করতে হবে, কুম্ভমেলার জায়গা পরিদর্শন করে জানিয়ে দিলেন মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা।
বুধবার ভূমি পুজো দিয়ে ত্রিবেণী কুম্ভ মেলার কাউন্টডাউন শুরু হয়েছে। কুম্ভমেলাকে ঘিরে প্রশাসনিক তৎপরতাও শুরু হয়েছে। বৃহস্পতিবার চুঁচুড়া সদর মহকুমাশাসক স্মিতা সান্যাল শুক্লা, হুগলি গ্রামীন পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, বাঁশবেড়িয়া পুরসভার পুরপ্রধান উপ পুরপ্রধান কুম্ভ ঘাট মেলার জায়গা পরিদর্শন করেন। প্রয়াগের দুর্ঘটনার কথা মাথায় রেখে এবার ত্রিবেণী কুম্ভমেলায় বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। আজ গঙ্গার স্নান ঘাটগুলো পরিদর্শন করেন প্রশাসনের আধিকারিকরা।
রাজা ঘাটের পাশে রয়েছে দেশভাগের সময় তৈরি করা উদ্বাস্তুদের জন্য ক্যাম্প। সেখানে কোয়ার্টার্সগুলোর অবস্থা খুবই খারাপ। চাল ভেঙে পড়ছে। দেওয়ালের অবস্থাও ভাল না। গত বছর এই ক্যাম্পে নাগা সন্ন্যাসীরা ছিলেন। হোম জাগযজ্ঞ হয়েছিল এই ক্যাম্পে। তা দেখতে প্রচুর পুণ্যার্থীর ভিড় হয়েছিল। এবারে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে সেই কারণে ওই ক্যাম্পে সাধুদের থাকার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। সাধুদের জন্য আলাদা তাঁবুর ব্যবস্থা করতে বলা হয়েছে মেলা কমিটিকে।
মহকুমা শাসক বলেন, "১১ থেকে ১৩ ফেব্রুয়ারি কুম্ভ মেলা হবে ত্রিবেণীতে। তাতে প্রচুর মানুষ আসবেন। কোনওরকম দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা পুরো এলাকা পরিদর্শন করে বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করলাম। কোনখান দিয়ে লোক বেশি আসবে, কোন ঘাটে স্নান করতে নামবে। কোথায় ড্রপ গেট হবে কোথা দিয়ে গাড়ি ঢুকবে সমস্ত কিছুরই ব্যবস্থা করা হচ্ছে। যারা মেলায় আসবে তাদের যাতে কোনও অসুবিধা না হয় এই বিষয়টাও দেখা হচ্ছে।"
মহকুমাশাসক জানান, কোয়ার্টার্সগুলোর অবস্থা খুব খারাপ তাই ওখানে সাধুরা থাকলে বিপদের আশঙ্কা আছে তাই রিফিউজি ক্যাম্পে সাধুদের থাকতে নিষেধ করা হয়েছে। মেলা কমিটিকে জানিয়ে দেওয়া হয়েছে। তাঁরা আলাদা তাঁবুর ব্যবস্থা করবেন। তিনটি ঘাটে কুম্ভ স্নান হবে। সিভিল ডিফেন্স থাকবে, পূর্ত দফতর থাকবে আর সেচ দফতর কাজ শুরু করেছে। স্পিডবোটে নজরদারি চলবে। ঘাটগুলো নেট দিয়ে ঘিরে দেওয়া হবে।
কুম্ভ মেলা কমিটির আহ্বায়ক অভিনব বসু বলেন, "বুধবার মহকুমা শাসকের দফতরে আমাদের একটা বৈঠক হয়েছিল। কী কী করতে হবে বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনিক স্তর থেকে আমাদের সব রকম সাহায্য এবং সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে। আশা করি সেটা ওঁরা করবেন। আমাদের দিক থেকেও যা যা করনীয় আমরা করব। আমাদের উদ্দেশ্য কুম্ভ মেলাটা সার্থক করা। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ চলছে, সেখান থেকে অনেক নাগা সন্ন্যাসী আসবেন বলে আমরা জানি।"
এদিন এলাকা পরিদর্শনের পরে শিবপুর মাঠে পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের নিয়ে মেলা কমিটির একটি বৈঠকও হয়।