শেষ আপডেট: 25th September 2024 11:57
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বন্যার জল নেমেছে। সেদিক থেকে উদ্বেগ কিছুটা কম। কিন্তু তারই মধ্যে সাপের আতঙ্কে ঘুম উড়ল হুগলির মানুষের। গত এক সপ্তাহে হুগলিতে সাপের ছোবলে অসুস্থ হয়েছেন ৩৯ জন। সময়মতো হাসপাতালে নিয়ে আসায় সুস্থ হয়ে গেছেন তাঁরা। কিন্তু আশঙ্কার মেঘ সরছে না।
এবার নিম্নচাপের জেরে লাগাতার বর্ষণের পর জল ছাড়তে শুরু করে ডিভিসি। প্লাবিত হয় হুগলির সাত-আটটি ব্লক। এরমধ্যে সবথেকে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয় বলাগড়, আরামবাগের খানাকুল, পুরশুড়ার গোঘাট ও জাঙ্গিপাড়ার বেশকিছু এলাকায়। বাড়িঘরে জল ঢুকে যাওয়ায় বেশ কিছু মানুষকে ত্রাণশিবিরে সরিয়ে আনে প্রশাসন। গলা জল নামতেই ঘরমুখো হয়েছেন তাঁদের অনেকেই। আর বিপত্তি বেঁধেছে তখনই। অনেকের বাড়িতেই জমে থাকা জলে ঘুরে বেড়াচ্ছে সাপ। গত এক সপ্তাহে সাপের ছোবলে অসুস্থ হয়েছেন ৩৯ জন। তাঁদের মধ্যে সাতজনই বলাগড়ের।
স্বাস্থ্য দফতরের খবর,জিরাট,আহমেদপুর ও বলাগড় হাসপাতালে অসুস্থদের চিকিৎসা হয়। তবে সাপের ছোবলে প্রাণহানির কোনও খবর নেই। বলাগড় ব্লকের বিএমওএইচ জয়দীপ বড়ুয়া বলেন, ‘‘বলাগড় ব্লকে সাপের ছোবলে অসুস্থ সাতজনই ভাল আছেন। জল নামতে শুরু করার পর বিভিন্ন এলাকায় ব্লিচিং পাউডার ছড়ানো হচ্ছে।’’
এই সাপের আতঙ্কের মধ্যেই পোলবার বিডিও অফিস চত্বরে একটি ঘরের ছাদ থেকে গোখরো সাপের ১৬টি ডিম উদ্ধার হয়েছে। দফতরের এক কর্মী আগাছা পরিষ্কার করতে গিয়ে ওই ডিমগুলো দেখতে পান। গোখরো সাপের ১৬ টি ডিম দেখতে পান। তারপরেই দেখেন একটা গোখরো সাপ সেখানে বসে ফোঁস ফোঁস শব্দ করছে। খবর পেয়ে পরিবেশপ্রেমী অরিন্দম চক্রবর্তী ঘটনাস্থলে গিয়ে সাপ ও ডিমগুলি উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেন।