শেষ আপডেট: 19th December 2024 17:45
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: ডাউন কাটিহার এক্সপ্রেসে এক তবলাবাদককে খুনের ঘটনায় ধৃত করমবীর ঈশ্বর জাঠ ওরফে ভোলুকে দিয়ে ঘটনার পুনর্নির্মাণ করাল হাওড়া জিআরপির তদন্তকারী আধিকারিকরা।
বৃহস্পতিবার দুপুরে কাটিহার এক্সপ্রেসের যে বগিতে ঘটনাটি ঘটে সেখানে ভোলুকে নিয়ে যাওয়া হয়। সেদিন কী হয়েছিল, কীভাবে খুনের ঘটনা ঘটল, সমস্ত কিছু তদন্তকারীদের দেখায় অভিযুক্ত। পুরো প্রক্রিয়াটির ভিডিও রেকর্ডিং হয়। এস আর পি হাওড়া পুষ্পা বলেন, "ভোলু তার অপরাধের কথা কবুল করেছে। এদিন ঘটনার পুনঃনির্মাণ করানো হয়। সমস্ত তথ্য প্রমাণ সংগ্ৰহ করে আদালতে পেশ করা হবে। পুলিশের একটাই উদ্দেশ্য, অপরাধীকে উপযুক্ত শাস্তি দেওয়া।"
এক তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনার তদন্তে নেমে সিরিয়াল কিলার ভোলুকে গ্রেফতার করেছিল গুজরাট পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছিল কাটিহার এক্সপ্রেসে তবলাবাদক সৌমিত্র চট্টোপাধ্যায়কে খুনের ঘটনায় সে জড়িত। শুধু তাই নয় ২৫ দিনের মধ্যে বিভিন্ন ট্রেনে পাঁচজনকে খুন করেছে সে। এরপরেই তাকে জিজ্ঞাসাবাদ করতে গুজরাটে রওনা দেয় রেল পুলিশের একটি দল।
ট্রানজিট রিমান্ডে ধৃতকে বিমানে করে কলকাতায় আনা হয়। পুলিশ জানায় তাকে জিজ্ঞাসাবাদ করে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একাধিক খুন, ধর্ষণ সম্পর্কে বেশ কিছু তথ্য পাওয়া যায়। এরপরেই এদিন তবলাবাদকের খুনের ঘটনা পুনর্নির্মাণের জন্য হাওড়ায় আনা হয় তাঁকে। যে কামরায় খুনের ঘটনাটি ঘটেছিল সেটি সিজ করেছে রেল পুলিশ। সেই কামরাতেই এদিন নিয়ে আসা হয় তাকে।
গত ১৯ নভেম্বর রাতে কাটিহার এক্সপ্রেসের বিশেষ ক্ষমতাসম্পন্নদের কামরায় বাড়ি ফিরছিলেন সৌমিত্রবাবু। সেই সময় তাকে খুন করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে রেল পুলিশ জানতে পেরেছে, তবলাবাদককে খুনের পর মালদায় ফিরে গিয়েছিল সে। এরপর সেখান থেকে হাওড়াগামী একটি ট্রেন ধরে হাওড়া স্টেশনে নামে। সেখান থেকে খড়গপুর পৌঁছয়। তারপরেই কোনও ট্রেন ধরে রাজ্যের বাইরে চলে গিয়েছিল।