শেষ আপডেট: 5th November 2024 16:37
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: নিজের কেন্দ্রে এলেই খবরের শিরোনাম হয়ে যান তিনি। এবারও ব্যতিক্রম হল না। মঙ্গলবার হুগলির পান্ডুয়াতে তৃণমূল নেতা সঞ্জয় ঘোষের জগদ্ধাত্রী পুজোয় উপস্থিত হন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। দেবীর কাছে কী চাইলেন? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে রচনা বললেন, "মাকে বললাম,আমার ছেলে যেন পাশ করে যায়।" বলেই স্বভাবসিদ্ধ হাসিতে ফেটে পড়লেন রচনা।
রচনা জানালেন, ভোট প্রচারে চন্দননগরে এসেছেন। তবে এত নামডাক সত্ত্বেও চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আসা হয়নি কখনও। তাই এবার ইচ্ছে আছে চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখার। তবে পুজোর কটা দিন চন্দননগর থাকতে পারবেন না। বললেন, "দিদি নম্বর ওয়ানের শুটিং আছে যে! সেটা না করলে এখানকার দিদিরা আমায় ছাড়বে না।"
জগদ্ধাত্রী পুজো প্রসঙ্গে হুগলির সাংসদ বলেন, "আগে জগদ্ধাত্রী পুজো চন্দননগর বা আশেপাশে এলাকার মধ্যে সীমিত ছিল। কিন্তু এখন রাজ্যের সর্বত্রই জগদ্ধাত্রী পুজো ছড়িয়ে পড়েছে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তা বেশ জনপ্রিয়ও হয়েছে। কলকাতাতেও প্রচুর পুজো হচ্ছে। আগে কোনওদিনও চন্দননগরে আসা হয়নি তবে এবার একটু বেশি আসা হবে যেহেতু আমি সাংসদ।" পান্ডুয়ায় কালী পুজোর উদ্বোধনে আসার কথা থাকলেও শরীর খারাপ থাকায় আসতে পারেননি। এখন তিনি সুস্থ বলেই জানালেন।
রচনার ছেলে প্রনীল বসু আগামী বছর উচ্চ মাধ্যমিক দেবে। তাই পাণ্ডুয়ায় পুজোয় এসে তিনি ছেলে যাতে পাশ করে সেই আশীর্বাদ চাইলেন। সাংবাদিকদের সেই কথা জানিয়ে এটাও বললেন, "যে মানুষগুলো আমার উপর আস্থা রাখে, যারা আমাকে ভোট দিয়ে আমার উপর ভরসা রেখে জিতিয়েছে, সেই মানুষগুলোও যাতে ভাল থাকেন দেবীর কাছে সেই প্রার্থনাও করেছি।"