শেষ আপডেট: 2nd January 2025 18:45
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: স্কুলে গিয়ে মিডডে মিল চেখে দেখলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তেল মশলা ছাড়া খাবার খেয়ে রীতিমতো খুশি রচনা রাঁধুনিদের দশে দশ দিলেন।
বৃহস্পতিবার নতুন বছরের শুভেচ্ছা জানাতে নিজের সংসদ এলাকায় আসেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।
প্রথমে চুঁচুড়ার দুটি কলেজে যান। এরপরেই চুঁচুড়ার জ্যোতিষচন্দ্র স্কুল, গরবাটি ও অনুকুল চন্দ্র স্কুলে যান সাংসদ।
পড়ুয়াদের সঙ্গে কথা বলেন। স্কুল কর্তৃপক্ষের সঙ্গেও তাদের কী কী চাহিদা তা নিয়ে কথা বলেন।
জ্যোতিষচন্দ্র স্কুলে মিডডে মিলের রান্নাঘর ঘুরে দেখেন। বাচ্চাদের জন্য কী রকম রান্না হচ্ছে তা চেখেও দেখেন তিনি।আলু ফুলকপির তরকারি দিয়ে ভাত খেয়ে বললেন, "দশে দশ। তেল মশলা ছাড়া এত ভালো রান্না আগে কোনওদিনও খাইনি। ডাল পছন্দ করি না। তাই ফুলকপি দিয়ে ভাত খেলাম।"
এরপরেই বলেন, "মিডডে মিল যাঁরা রান্না করেন, তারা খুব সুন্দর তরকারি বানিয়েছেন। খুব ফ্রেশ খাবার বাচ্চাদের জন্য স্কুলের দিদিরা করে দিচ্ছেন।"
নতুন বছর ২০২৫ সালের দ্বিতীয় দিন আজ। এদিন সকাল সকাল হুগলি মহসিন কলেজ ও হুগলি উইমেন্স কলেজে হাজির হন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁকে দেখে ছাত্র-ছাত্রীরা সেলফি তোলা শুরু করেন। সাংসদও হাসিমুখে পোজ দেন।