শেষ আপডেট: 25th September 2024 16:59
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: লোকসভা ভোটের আগে প্রচারে গিয়ে কখনও সিঙ্গুরের দই খেয়ে আপ্লুত হয়েছেন তিনি। পান্ডুয়ায় ঘুঘনি খেয়ে উৎফুল্ল হয়েছেন। সাংসদ হয়ে বন্যা দেখতে গিয়ে এবার কিনে নিলেন আস্ত ওল।
ওলে গলা ধরে কিনা তা নিয়ে তর্ক আছে। যাঁরা কচু পছন্দ করেন না তারা বড় বড় চোখ ওয়ালা গোলাকার সব্জি বাজারের ব্যাগে নিতেই চান না। তবে যাদের পছন্দ ওল ভাতে, ওল ভাজা অথবা ইলিশ চিংড়ি দিয়ে রকমারি পদ, তাঁরা আবার স্বাদরে ব্যাগে ভরে নেন ওল কেনেন। এই রসিকদের জন্য বাজারে ওলের দামও ভালই। রচনা বন্দ্যোপাধ্যায় এই ওল রসিকদের দলেই।
বুধবার বন্যা ও ভাঙন পরিস্থিতি দেখতে বলাগড়ে গিয়েছিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। মিলনগড় থেকে চর খয়রামারি যাওয়ার সময় রাস্তায় দাঁড়িয়ে রচনা দেখেন চাষিরা ওল ধুয়ে বাজারে নেবেন বলে বস্তায় ভরছেন। সেখানে দাঁড়িয়ে পড়ে রচনা জানতে চাইলেন ওলে গলা ধরবে কিনা! চাষিরা আশ্বস্ত করতেই তাঁদের থেকে সেই ওল কিনলেন হুগলির সাংসদ। বললেন, ‘‘খুব সুন্দর ওলের চাষ হয়েছে। ওল খেতে পছন্দ করি, তাই নিয়ে গেলাম।’’