শেষ আপডেট: 14th August 2024 18:50
দ্য ওয়াল ব্য়ুরো, হুগলি: জাস্টিস ফর আরজি কর। বুধবার স্বাধীনতা দিবসের প্রাক্কালের রাত দখল করবেন মেয়েরা। নারী স্বাধীনতার প্রতিবাদ আন্দোলন সংগঠিত হবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। সেই প্রতিবাদে সামিল এবার সিঙ্গুরের মেয়েরা।
এই সিঙ্গুর আন্দোলন থেকে বাম জামানার পতনের ডঙ্গা বেজে উঠেছিল। টাকাদের জমি দখলের লড়াইয়ে প্রতিবাদ করেছিল সিঙ্গুর। এই আন্দোলনের পরেই রাজ্যে সরকার পরিবর্তন হয়। এবার আরজি করের ঘটনাতেই প্রতিবাদে নেমেছেন এলাকার মহিলারা। তাঁরাও সমাজ ও প্রশাসনের কাছে নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে।
বুধবার সকাল থেকে তাঁরা প্রস্তুতি নিতে শুরু করেছিলেন। সাদা কাগজে, তুলি, স্ক্যাচপেন দিয়ে লিখেছেন পোস্টার ও প্ল্যাকার্ড। রাত ১১ টা ৫৫ মিনিটে সিঙ্গুর স্কুল মোড়ে মহিলাদের জমায়েত। সেখানেই আর্জি করের ঘটনার প্রতিবাদে গর্জে উঠবেন তাঁরা।
সিঙ্গুরে বাসিন্দা অঙ্কিতা সরকার। তিনিও এই প্রতিবাদে সামিল হয়েছে। অঙ্কিতারা শুধু আরজি কর নয়, সিঙ্গুর হাসপাতালের মহিলা ডাক্তার, নার্সদের পাশে দাঁড়িছেন। অঙ্কিতা বলেন, "শুধু মেয়েরা নয়, সিঙ্গুরের পুরুষরাও আর প্রতিবাদ জানাবেন। আরজি কর কাণ্ডের দোষীদের শাস্তির দাবি জানিয়ে সঠিক তদন্ত হোক। মেয়েদের নিরাপত্তা দাবি জানাবেন।"