শেষ আপডেট: 5th October 2024 19:15
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ফোটোশপ করে বাড়িতেই জাল নোট ছাপা চলত। উদ্ধার হল ল্যাপটপ, প্রিন্টার সহ নোট ছাপার সরঞ্জাম। গ্রেফতার হওয়া তিন যুবকের বাড়িতে হানা দিয়ে জাল নোট চক্রের পর্দা ফাঁস করল পান্ডুয়া থানার পুলিশ।
গত ১ লা অক্টোবর পান্ডুয়ার বৈঁচি চৌবেরা বাজারে তিন যুবক কেনাকাটা করছিল। একাধিক ৫০ টাকার নোট দিয়ে কেনাকাটা করছিল তারা। সেই নোট দেখে এক ব্যবসায়ীর সন্দেহ হয়। তিনিই সতর্ক করেন অন্যদের। এরপরেই দেখা যায় একাধিক নোটের একই নম্বর। ওই যুবকদের আটক করে পান্ডুয়া থানার পুলিশকে খবর দেন ব্যবসায়ীরা।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেখ আরমান, সেখ নাজিমুদ্দিন ও সেখ রোহনকে গ্রেফতার করে। তাদের বাড়ি পান্ডুয়া থানার বোসপাড়া গ্রামে। তল্লাশি করে তাদের কাছ থেকে মোট ১৫ টি ৫০ টাকার জাল নোট, তিনটি মোবাইল ফোন ও একটি নম্বর প্লেট বিহীন বাইক পুলিশ আটক করে। গ্রেফতার করা হয় তিনজনকে। আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নেওয়া হয় তাদের।
হেফাজতে জিজ্ঞাসাবাদ করে তাদের বাড়ি থেকে জল নোট বানানোর সরঞ্জাম, একটি ল্যাপটপ, কী-বোর্ড, কালার প্রিন্টার উদ্ধার করে পুলিশ। এছাড়াও ঘর থেকে ৫০ টাকার ২৯ টি জাল নোট ও কিছু এ-ফোর সাইজের পেপার যার মধ্যে জাল ৫০ টাকার নোট ছাপানো আছে সেগুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সামগ্রী তদন্তের স্বার্থে পুলিশ বাজেয়াপ্ত করে।
কীভাবে এই কাজের সঙ্গে যুক্ত হল গ্রামের তিন যুবক? ধৃতদের জিজ্ঞাসা করে পুলিশ জানতে পারে অভিযুক্তরা পরিযায়ী শ্রমিক হয়ে গুজরাটের আমেদাবাদে কাজ করেছিল। সেখান থেকে সম্ভবত এই কাজ শিখে আসে। পঞ্চাশ টাকার নোট বাজারে ছাড়লে জাল না আসল তা নিয়ে সন্দেহ কম হবে সেই ভাবনা থেকে পঞ্চাশ টাকার নোট ছাপানো শুরু করে।কিন্তু শেষরক্ষা হল না।