শেষ আপডেট: 11th March 2025 15:08
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: পান্ডুয়ার শান্তিনগর বিবেকানন্দ নগর জিএসইপি প্রাইমারি স্কুলে দুশো জন ছাত্রছাত্রীর জন্য মিডডে মিলের(West Bengal Midday Meal) রান্না চলছিল মঙ্গলবার দুপুরে। প্রেসার কুকারে (pressure cooker) ডাল সেদ্ধ করার সময় ঘটে বিপত্তি। আচমকাই ফেটে যায় প্রেসার কুকার। তাতে আহত হন মিলি দত্ত ও আরতি লোহার নামে দুই মিডডে মিল কর্মী।
বিকট শব্দ শুনে স্কুলের শিক্ষক শিক্ষিকারা ছুটে আসেন। আহতদের উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাদের চিকিৎসা চলছে। দুজনেরই মুখ ও হাতে গুরুতর আঘাত লেগেছে।
স্কুলের প্রধান শিক্ষিকা শম্পা দেবনাথ চট্টোপাধ্যায় বলেন, "প্রেসার কুকারে রান্না হচ্ছিল গ্যাসে। হঠাৎ প্রচন্ড শব্দ হয়।গিয়ে দেখি কুকার বাস্ট করেছে। দুজন মিডডে মিল কর্মী আহত হন। তাঁদের একজনের কপালে সেলাই দিতে হয়।
কুকারে প্রতিদিন রান্না হয়। আগে বিপত্তি ঘটেনি। আজ কী করে এমন হল বুঝতে পারছি না। সম্ভবত স্টিম বেশি হয়ে গিয়েছিল।
তবে রান্নাঘরে উপস্থিত একজন রাঁধুনি বরাতজোরে বেঁচে গিয়েছেন। কোনও আঘাত লাগেনি তাঁর। গ্যাস ওভেনটার ক্ষতি হয়েছে। স্কুলে এমন ঘটনায় শোরগোল পড়ে গোটা এলাকায়। মিডডে মিল কর্মীদের সাবধানতার পাঠ দেওয়া হয়।