শেষ আপডেট: 3rd December 2024 11:05
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ঘোষণা মতো আলু সরবরাহ বন্ধই রাখল ব্যবসায়ীরা। দাম বাড়ল এক দিনে কিলোতে দু'টাকা।
সমস্যায় পড়েছেন সাধারন ক্রেতারা।
ভিনরাজ্যে আলু পাঠাতে দেওয়ার দাবিতে আজ মঙ্গলবার থেকে রাজ্যে আলু সরবরাহ বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। আলু সরবরাহ বন্ধ থাকলে বাজারে যোগান কমবে দাম বাড়ার আশঙ্কা দেখা দেবে। তাই জট কাটাতে সোমবার খাদ্য ভবনে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না আলু ব্যবসায়ীদের বৈঠকে ডাকেন। সেখানে দীর্ঘ আলোচনাতেও সমাধান সূত্র মেলেনি।ব্যবসায়ীদের দাবি হিমঘরে যে পরিমাণ আলু মজুত আছে তার মধ্যে প্রায় আড়াই লক্ষ মেট্রিকটন আলু উদ্বৃত্ত। যা ভিনরাজ্যে তারা পাঠাতে চাইছেন।
যদিও মুখ্যমন্ত্রী মঙ্গলবারও বলেছেন রাজ্যের চাহিদা আগে মেটাতে হবে। তাঁর দফতরকে আড়ালে রেখেই ভিনরাজ্যে আলু রফতানির যে অভিযোগ উঠেছিল, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সোমবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন 'বাংলায় আলুর দাম বাড়িয়ে অন্য রাজ্যে আলু পাঠিয়ে বাড়তি মুনাফা লুটবে, আর আমি ইনসিওরেন্সের ব্যবস্থা করব, দুটো জিনিস একসঙ্গে চলতে পারে না। এই জিনিস আমি বরদাস্ত করব না।'
এই পরিস্থিতিতেই পূর্ব ঘোষণামতো এদিন সকাল থেকে আলু সরবরাহ বন্ধ রয়েছে। ফলে দাম বাড়ছে আলুর। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটি আজই পূর্ব বর্ধমানে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা করবে বলে জানা গেছে।