আড়ত থেকে বার করা হচ্ছে না আলু। নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 23rd July 2024 11:48
দ্য ওয়াল ব্য়ুরো, হুগলি: দেশের বাজেটে কীসের দাম বাড়বে আর কীসে কমবে তা নিয়ে জল্পনার মাঝেই ফের এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল আলুর দাম। চাহিদা আছে। কিন্তু যোগান নেই। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতির দ্বিতীয় দিনে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেল হেঁসেলের এই নিত্য প্রয়োজনীয় অনুসঙ্গটি।
সোমবার পর্যন্ত জ্যোতি আলু বিক্রি হয়েছে ৩২- ৩৩টাকা কিলো দরে। মঙ্গলবার দাম চড়েছে কিলোপ্রতি ৩৫ টাকায়। চন্দ্রমুখী আলু কেজি প্রতি দু টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪০ টাকায়। পাইকারি বাজারে আলুর আকাল দেখা দিয়েছে। ৫০ কেজি ওজনের বস্তায় ১০০-১৫০ টাকা বেড়ে দাম হয়েছে ১৬০০-১৬৫০ টাকা। আলু আড়ত থেকেই কেনাই হচ্ছে ৩২ টাকার বেশি দামে। সেই আলু ৩৫ টাকা কিলো দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা।
প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতির ফলে রাজ্যের পাঁচশোর বেশি হিমঘর থেকে আলু বেরোনো বন্ধ রয়েছে ।
হুগলি জেলায় শুধুমাত্র সিঙ্গুরের আড়তগুলোতে আলু ঝাড়াই-বাছাই এবং বিক্রি চলছে। আর সেখানেই ভিড় জমাচ্ছেন বাইরে থেকে আসা ক্রেতারা। সুফল বাংলায় ৩২ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে জ্যোতি আলু। সে আলু অবশ্য ফ্রেস নয়। ছোটো বড় মিশিয়ে এই দাম।
সব্জির দাম কিছুটা কমলেও আলুর দাম ঊর্ধ্বমুখী হওয়ায় পকেটে টান পড়ছে আম জনতার। কেন না আলু ছাড়া হেঁসেল চলে না। দ্রুত আলু ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সমস্যা না মেটালে আলুর দাম কোথায় গিয়ে থামবে সেটাই চিন্তার।
প্রসঙ্গত আলুর দাম বাড়া নিয়ে নজরদারি করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী। ব্যবসায়ীদের অভিযোগ, ভিনরাজ্যে যে আলু বিক্রির জন্য পাঠানো হচ্ছে, রাজ্যের বর্ডারগুলোতে সেই আলুর গাড়ি আটকে হেনস্থা করা হচ্ছে। পুলিশের জুলুম চলছে।তারই প্রতিবাদে হিমঘর থেকে আলু বের করে বিক্রি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ডাক দিয়ে কর্মবিরতি শুরু করেছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি।