শেষ আপডেট: 13th March 2025 19:49
দ্য় ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: দূর থেকে দেখে মনে হবে ছোট টিলা। আসলে তা আলুর পাহাড়! আলু বিক্রি হচ্ছে না। তাই জমি থেকে তোলা আলু এই ভাবেই মাঠে পড়ে আছে। অসহায় চাষিরা এখন আলু বিক্রির জন্য হাপিত্যেশ করে বসে আছেন। চাষি বড় অসহায়।
শস্যগোলা পূর্ব বর্ধমানের গত তিন দশকে আলুর চাষের জমির পরিমাণ বেড়েছে। বেড়েছে আলুর উৎপাদনও। কিন্তু বাজারে আলুর দাম নেই। তাই আলু কেনার আগ্রহ নাই আলু ব্যবসায়ীদের। তাই চরম সমস্যায় পড়েছেন পূর্ব বর্ধমানের আলুচাষিরা। জমি থেকে তোলা আলু জমিতেই স্তূপাকারে জড়ো করা আছে। রাত জেগে জমিতেই পড়ে আছেন আউশগ্রাম, মঙ্গলকোট এলাকার আলুচাষিরা।
আলু বিক্রি না হলে কী করে তারা মহাজনের ঋণ শোধ করবেন। কী করেই বা শ্রমিকদের মজুরি দেবেন। এসব ভেবে চাষিরা কার্যত দিশেহারা। আলুচাষি সরোজ পাঁজা, শংকর ঘোষেরা জানান, এবছর,চড়াদামে আলুর বীজ কিনতে হয়েছে। কীটনাশক, সারের দাম এমনিতেই ঊর্ধ্বমুখী। সব নিয়ে এক বিঘে জমিতে আলু চাষ করতে গড়ে খরচ হয়েছে ৩০ থেকে ৩২ হাজার টাকা। এখন বাজারে আলুর দাম নেই। মাঠের আলু মাঠেই পড়ে আছে। আলু বিক্রি হচ্ছে না। আর হিমঘরে আলু রাখতে গিয়ে লম্বা লাইনে ভোগান্তি পোহাতে হচ্ছে ।
আউশগ্রামের নওয়াদা, শিবদা, আলুটিয়া,গোবিন্দপুর সহ মঙ্গলকোট ব্লকে চাষিদের একই হাল। মাঠে আলু পড়ে আছে। কিন্তু কেনার লোক নাই। জেলা কৃষি আধিকারিক অমরকুমার মণ্ডল বলেন, "এবছর জেলায় ৭১ হাজার ৮০০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। ফলনও ভালো হবে। আশাকরি গত বছরের মতোই।"
বাজারে এই মুহূর্তে এক প্যাকেট(৫০ কেজি) আলুর দাম ৪০০ টাকা।কিন্তু তাতেও আলু বিক্রি হচ্ছে না। আসলে আলু কেনার আগ্রহ নেই ব্যবসায়ীদের।