শেষ আপডেট: 20th July 2024 12:50
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: শহিদ দিবসের আগে হুমকি পোস্টারে আলোড়ন পড়ল পোলবায়। শনিবার সকালে এই পোস্টার নজরে আসে পোলবার জোড়া অশ্বত্থতলা, দাদপুরের মালপারায়। পোস্টারে লেখা "যারা ২১ জুলাই ডিম ভাত খেতে যাচ্ছেন কলকাতা তারা অবশ্যই নিজের ইনসিওরেন্স করে বাড়ি থেকে বেরোবেন।"
সকালবেলা রাস্তায় বেরিয়ে এই প্রচ্ছন্ন হুমকি পোস্টার নজরে আসতেই হইচই পড়ে পোলবা ও দাদপুরে। খবর পেয়ে হুগলি গ্রামীণ পুলিশের আধিকারিকরা। স্থানীয় বাসিন্দারারা বলেন, "পোস্টারগুলি কে লিখেছে বা কারা এখানে পোস্টার লাগিয়ে দিয়ে গেছে তা জানা নেই। তবে মনে করা হচ্ছে আগামী কাল ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের সভায় গেলে বিপদ হতে পারে এমনই হুমকি দেওয়া হয়েছে এই পোস্টারে।"
পুলিশ এসে পোস্টারগুলি খুলে নিয়ে যায়। পাশাপাশি স্থানীয়দের জিজ্ঞাসাবাদও করে। এই পোস্টার পড়ার পরেই বিষয়টি নিয়ে তৃণমূল ও বিজেপির তরজায় সরগরম হল হুগলি। হুগলি জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ চক্রবর্তীর অভিযোগ, "অর্বাচীনের মতো কাজ করেছে বিজেপি। তারা ২১ জুলাই এর বিরোধিতায় পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে।এই পোস্টারের মাধ্যমে খোলাখুলি হুমকি দেওয়া হয়েছে। আমরা পুলিশকে জানিয়েছি।আর মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে তৃণমূল কর্মী কেন কোনও মানুষকেই ইনসিওরেন্স করতে হয় না। মানুষের নিরাপত্তা আছে।"
সপ্তগ্রাম মণ্ডল ১ এর বিজেপি সভাপতি অর্ঘ চক্রবর্তী বলেন, "তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বেই এই পোস্টার পড়েছে। কাটমানির ভাগাভাগি নিয়ে লড়াই চলছে সর্বত্র। বিজেপিকে এগিয়ে এসে পোস্টার দিতে হয় না। ওদের এক শিবিরের লোকই অন্য শিবিরের বিরুদ্ধে পোস্টার দেয়।" পুলিশ জানিয়ে গোটা ঘটনাটা খতিয়ে দেখা হচ্ছে। কারা এমন পোস্টার দিয়ে অশান্তি সৃষ্টির চেষ্টা করল তাদের খুঁজে বার করা হবে।