শেষ আপডেট: 11th September 2024 17:21
দ্য় ওয়াল ব্যুরো, হুগলি: বেহাল অবস্থা রাস্তার। বড় বড় গর্ত। বেরিয়ে রয়েছে পাথর। দুর্গা ঠাকুর অক্ষত অবস্থায় মণ্ডপে যাবেন কীভাবে, রীতিমতো চিন্তায় কেওটার ঝাঁকপুকুর এলাকার বাসিন্দারা
বুধবার ঝাঁকপুকুর এলাকার বাসিন্দারা বেহাল রাস্তা সারানোর দাবিতে জি টি রোড অবরোধ করেন। ঝাঁপপুকুর থেকে সাহাগঞ্জ যাওয়ার প্রায় দু- কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সমস্যায় পড়তে হচ্ছে স্কুলের পড়ুয়া থেকে বড়দেরও। তাঁরা জানান, রাস্তার বিশাল বিশাল গর্ত। রীতিমতো খানাখন্দ তৈরি হয়েছে। এমন রাস্তায় চলাচল করতে গিয়ে ঘটছে দুর্ঘটনা। অবিলম্বে রাস্তা সারানোর দাবিতে এদিন সকালে রাস্তা অবরোধ করেন তাঁরা। বাসিন্দারা এও বলেন, আর কয়েকদিন বাদেই দুর্গাপুজো। এমন বেহাল পথ ধরে মণ্ডপে প্রতিমা আনবেন কী করে তাও তাঁদের জানা নেই।
অবরোধকারীরা দাবি করতে থাকেন,যতক্ষণ না প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে আসবে, রাস্তার কাজ কবে হবে তা জানাবে ততক্ষণ তাদের এই অবরোধ চলবে। খবর পেয়ে হাজির হয় চুঁচুড়া থানার বিশাল পুলিশ বাহিনী। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলারও চেষ্টা করেন তাঁরা। প্রাথমিকভাবে অবরোধ তুলতে রাজি না হলেও শেষপর্যন্ত পুলিশের আশ্বাসে আন্দোলন তুলে নেন।
দীর্ঘসময় অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় জিটি রোডে। আর কয়েক দিন বাদেই দুর্গাপুজো। পুজোর আগেই রাস্তা সংস্কারের দাবি জানাচ্ছেন স্থানীয় মানুষজন।