শেষ আপডেট: 27th July 2024 15:12
দ্য় ওয়াল ব্যুরো, হুগলি: চুঁচুড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের মানসপুর রোড ও এসি মুখার্জি রোডের পাশে দুটি পুকুরে আবর্জনা ফেলে বুজিয়ে দেওয়া হচ্ছে। এমন অভিযোগ পেয়ে শনিবার সরেজমিনে দুটি পুকুর ঘুরে দেখলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। পুকুর আবার আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে বলে নিশ্চিন্তও করলেন।
স্থানীয়দের অভিযোগ, আগে এই সব পুকুরে তারা স্নান করতেন। তবে দিনের পর দিন কিছু ব্যক্তি এই দুটি পুকুরে আবর্জনা ফেলে বুজিয়ে দেওয়ার চেষ্টা করছে। যার ফলে এখন দুর্গন্ধে টেকা দায় হয়ে যাচ্ছে তাঁদের। মানসপুর এলাকার বিভিন্ন নালার জল এসে আগে ওই পুকুর হয়ে বড় হাইড্রেন্টে গিয়ে পড়ত। এখন এই পুকুর বুজে যাওয়াতে নিকাশির সমস্যা হচ্ছে।বর্ষার মরসুমে ডেঙ্গুরও ভয় পাচ্ছেন তাঁরা।
বাসিন্দারা জানান, আবর্জনা ফেলতে বারণ করলেও শুনছে না। এই নিয়ে বচসাও হচ্ছে। রাতের অন্ধকারে এসে নোংরা ফেলে যাচ্ছে। এখন আবর্জনার স্তূপে বড় বড় গাছ জন্মাচ্ছে। তাতে সাপ ও শেয়ালের উপদ্রব দেখা দিচ্ছে। এদিন এসি মুখার্জি রোডের বাসিন্দারা বিধায়ককে কাছে পেয়ে অভিযোগ করেন এই পুকুর তারা নিজেদের উদ্যোগে পরিষ্কার করেন।রাস্তার পাশে আবর্জনা পড়ে থাকলে সেই সবও পরিষ্কার করেন। এখন অন্য পাড়া থেকে বহু মানুষ এসে এই জায়গায় নোংরা ফেলে।
দু'টি পুকুর সরেজমিনে ঘুরে দেখে বিধায়ক জানান, স্থানীয়রা অভিযোগ করেছিলেন। সেই মতো ঘুরে দেখলাম। আমরা দ্রুত এই দুটি পুকুরকে আবার আগে অবস্থায় ফিরিয়ে দিয়ে মানুষের ব্যবহারযোগ্য করে তোলার ব্যবস্থা করব। পাড় বাঁধিয়ে শহরের বয়স্ক মানুষদের বসার জায়গা করে দেব।