শেষ আপডেট: 17th January 2025 16:56
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: আচমকাই বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল চার স্কুল ছাত্রী। পুলিশ তৎপর হয়ে আপ কাটোয়া লোকাল থেকে উদ্ধার করল তাদের।
বৃহস্পতিবার তারকেশ্বরের একটি স্কুলের চার নাবালিকা ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরেনি। এদের বয়স ১২ থেকে ১৫ বছর। স্কুল ছুটির পর দীর্ঘক্ষণ কাটলেও তারা বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন ওই ছাত্রীদের বাড়ির লোকজন। চারপাশে খোঁজাখুঁজির পর তারকেশ্বর থানায় অভিযোগ জানান তাঁরা।
অভিযোগ পেয়ে তারকেশ্বর থানার আধিকারিকরা সমস্ত থানায় বিষয়টি জানান। চার নাবালিকার নিখোঁজের খবর আসে বলাগড় থানাতেও। বলাগর থানার আধিকারিক সোমদেব পাত্র ওই চার নাবালিকার খোঁজে বলাগড়ের বিভিন্ন রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে নাকা তল্লাশি শুরু করেন। পাশাপাশি ট্রেনেও তল্লাশি চালানো হয়। রাত সারে ন'টা নাগাদ আপ কাটোয়া লোকাল বেহুলা স্টেশনে দাঁড় করিয়ে তল্লাশি চালানোর সময় নাবালিকাদের পাওয়া যায়। রাতেই নাবালিকার পরিবারকে বলাগড় থানায় নিয়ে যায় তারকেশ্বর থানার পুলিশ। তাদের হাতে তুলে দেওয়া হয় ওই ছাত্রীদের।
কী কারণে ওই চার নাবালিকা ট্রেনে করে চলে যাচ্ছিল, তাদের কেউ ফাঁদে ফেলে ভিনরাজ্যে পাচারের জন্য নিয়ে চলে যাচ্ছিল কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তে পুলিশ একটি ফোনের সূত্র খুঁজে পেয়েছে। তার থেকেই পুলিশের অনুমান এই ঘটনার পিছনে পাচার চক্র থাকতে পারে। উদ্ধার হওয়া নাবালিকাদের শুক্রবার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে পাঠানো হয়েছে। সেখানে তাদের গোপন জবানবন্দি নেওয়া হয়।