শেষ আপডেট: 31st January 2025 16:06
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ক্লোজ করা হল তারকেশ্বরের নাইটা মাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ মনিরুলের দেহরক্ষী শেখ শাহজাহানকে। দুয়ারে সরকারের শিবিরে সার্ভিস রিভলবার বের করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।
বৃহস্পতিবার তারকেশ্বরের ক্ষুদ্র রামপুর হাইস্কুলে দুয়ারে সরকার শিবির চলার সময় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। মূলত কোন গোষ্ঠী পরিষেবা দেবে তাই নিয়েই বিবাদ। বাসিন্দাদের অভিযোগ, তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় ও নাইটা মাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ মনিরুলের গোষ্ঠীর বিবাদ নতুন নয়। এদিনও এই দুই নেতার অনুগামীদের মধ্যেই বিবাদ বাঁধে। শুরু হয় মারপিট। অভিযোগ, তখনই উপপ্রধানের দেহরক্ষী বন্ধুক বার করেন। ভাইরাল হওয়া ভিডিওতে সেই ছবিও দেখা গেছে।
দুয়ারে সরকারের ক্যাম্পে গন্ডগোল হচ্ছে খবর পেয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও সিআই তারকেশ্বর ও বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে আসেন। হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত সুপার কৃষানু রায় জানান, একটা ঝামেলা হয়েছিল নিজেদের মধ্যে। গন্ডগোলের পরেই ক্যাম্পের মধ্যে রাজনৈতিক দলের নেতা কর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। পুলিশ মোতায়েনের পর আবার দুয়ারে সরকারের ক্যাম্প শুরু হয়।
শুক্রবার হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন জানিয়েছেন, কী পরিস্থিতি তৈরি হয়েছিল, কেন ওই পুলিশ কর্মীকে পিস্তল বার করতে হল তা খতিয়ে দেখা হচ্ছে। ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে।