শেষ আপডেট: 6th November 2024 14:50
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ৮ অগস্ট মালিক সহ হাইজ্যাক হয়েছিল লরি। পরে মালিককে মাঝরাস্তায় নামিয়ে দিয়ে লরি নিয়ে পালায় দুষ্কৃতীরা। দুজনকে গ্রেফতার করে লরি উদ্ধার করল পোলবা থানার পুলিশ।
কল্যাণীর বাসিন্দা শ্রীনন্দন মজুমদার জানান, বৈদ্যবাটিতে নির্মাণ সামগ্রী সরবরাহ করে দিল্লি রোড ধরে তিনি ও তাঁর ছেলে ফিরছিলেন কল্যাণীর দিকে। লরি চালাচ্ছিলেন তাঁর ছেলে। পোলবা থানার সুগন্ধার কাছে একটি সুমো গাড়ি তাঁদের লরিটিকে আটকায়। তাঁকে জোর করে সুমোতে তুলে নেয় পাঁচজন দুষ্কৃতী। একজন দুষ্কৃতী লরিতে উঠে কলকাতার দিকে রওনা দেয়। ভদ্রেশ্বরের উৎসাহ পার্কিংয়ের কাছে চালককে নামিয়ে দিয়ে লরিটি নিয়ে পালিয়ে যায়।
লরির মালিক শ্রীনন্দন মজুমদার প্রথমে মগরা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।কিন্তু ঘটনাটি যেহেতু পোলবা থানার অন্তর্গত এলাকায় হয়েছিল তাই হুগলি গ্রামীণ পুলিশের সুপার কামনাশিস সেনের নির্দেশে পোলবা থানা এই ঘটনা তদন্ত শুরু করে। ঘটনার তদন্তে পোলবা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম একটি টিম গঠন করেন।
মঙ্গলবার চন্দননগরের শ্বেতপুর এলাকা থেকে দুষ্কৃতীদের একজনকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে বৈদ্যবাটি মোড় থেকে আরও একজনকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় হাওড়া লিলুয়ার কোনও একটি পার্কিংয়ে লরিটি আছে। তদন্তকারী দল লিলুয়ার ওই পার্কিংয়ে গিয়ে লরিটি উদ্ধার করে।
হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ডি অ্যান্ড টি প্রিয়ব্রত বক্সি বুধবার পোলবা থানায় সাংবাদিক বৈঠক করে বলেন, তদন্ত ভার নেওয়ার ১০ দিনের মাথায় ঘটনার কিনারা করেছে পোলবা থানা পুলিশ। দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের শনাক্ত করা হয়েছে। ধৃত দুজনকে চুঁচুড়া আদালতে পেশ করে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। লরির মালিকের কাছে ৩৫ হাজার টাকা নগদ ছিল। সেই টাকা উদ্ধারের চেষ্টা চলবে।