শেষ আপডেট: 9th September 2024 16:59
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: কুখ্যাত দুষ্কৃতী বিকি সিং-সহ চারজনকে গ্রেফতার করল পোলবা থানার পুলিশ। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র কার্তুজ।
রবিবার রাতে পোলবার রাজহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় টহল দিচ্ছিল পুলিশ। দেবানন্দপুরে যাওয়ার রাস্তায় ব্যারাকপুর ব্রিজের কাছে গাড়ির হেডলাইটের আলোয় কয়েকজনকে দেখা যায় রাস্তার পাশে ঝোপে দাঁড়িয়ে থাকতে। পুলিশের গাড়ি দেখেই তাদের কয়েকজন পালাতে তৎপর হয়। ৪ জনকে তাড়া করে ধরে ফেলে পুলিশ। ধৃতদের মধ্যে বিকি সিং রয়েছে বলে জানায় পুলিশ। তার কোমরে একটি পাইপ গান গোঁজা ছিল। একটা কার্তুজও পাওয়া যায়। ধৃতদের কাছ থেকে একটি শাবল,লোহার রড ও ভোজালি উদ্ধার হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, বিকি সিং ছাড়া আরও তিনজনও ভদ্রেশ্বরের কুখ্যাত দুষ্কৃতী। তাদের নাম ভারত পাঠক, সুরেশ সাউ ও শেখ সফিজুল। কোনও অপরাধ সংগঠিত করার জন্যই তারা অপেক্ষা করছিল বলে পুলিশের অনুমান। এক সময় বিকি চন্দননগরের কুখ্যাত দুষ্কৃতী কাশীর সঙ্গী ছিল। সেই সঙ্গ ত্যাগ করে পরে নিজে গ্যাং তৈরি করে। বিভিন্ন থানায় একাধিক অপরাধের অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। আজ ধৃত চারজনকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়।