পোস্টার থেকে ছিঁড়ে নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর মুখ
শেষ আপডেট: 29th October 2024 14:50
দ্য ওয়াল ব্যুরো: পুজোর ফ্লেক্স থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছেঁড়া নিয়ে চাঞ্চল্য। হাওড়া পুরসভার মূল গেটের পাশে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে একটি ফ্লেক্স লাগানো হয়েছিল। ওই পোস্টারে লেখা ছিল 'শারদ শুভেচ্ছা'। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের ছবিও দেওয়া হয়।
মঙ্গলবার সকালে দেখা যায় সেই ফ্লেক্সে মুখ্যমন্ত্রীর ছবি ছিঁড়ে দেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে তৃণমূল কর্মী-সমর্থকরা ছুটে আসেন। দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকায়।
হাওড়া সদরের তৃণমূল যুব নেতা গোবিন্দ সাহার অভিযোগ, এই কাজ বিরোধীদের ছাড়া আর কারও নয়। অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবিও জানান তিনি। গোটা ব্যাপারটা নিয়ে পুর প্রশাসক, পুর কমিশনার ও হাওড়া থানায় অভিযোগ করা হয়েছে ইতিমধ্যেই ।
পুর প্রশাসক সুজয় চক্রবর্তী জানান, পুরসভার বেশকিছু জায়গায় সিসিটিভি নেই। অবিলম্বে সিসিটিভি বসানো হবে বলেও আশ্বাস দেন তিনি। এছাড়াও তিনি জানান, গেটের সামনে আবারও একটি মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া ফ্লেক্স লাগানো হবে।
শাসকদলের অভিযোগ নস্যাৎ করে এলাকার বিজেপি নেতা উমেশ রাই জানান, 'এ ধরনের ঘটনা কোনও ভাবেই কাম্য নয়। এর সঙ্গে বিজেপির কোনও রকম যোগ নেই।' তবে আরজি কর কাণ্ড-সহ বিভিন্ন ইস্যুতে মানুষের ক্ষোভ রয়েছে এলাকায়। তাঁর মতে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া ফ্লেক্স ছেঁড়া সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ।