শেষ আপডেট: 12th September 2024 15:54
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: আরজি কর কাণ্ডের পর থেকেই ডামাডোল চলছে রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে। তারমধ্যেই রোগী নিখোঁজের অভিযোগে বৃহস্পতিবার সকাল থেকে চাঞ্চল্য ছড়াল আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
খানাকুলের জগদীশপুর এলাকার বাসিন্দা বছর ৬৫র জগদীশ বেরাকে রবিবার আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল তাঁর। শারীরিক পরিস্থিতির অবনতি বৃহস্পতিবারই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার কথা ছিল। সেইমতোই এদিন সকালে তাঁকে নিতে হাসপাতালে আসেন জগদীশবাবুর মেয়ে। কিন্তু হাসাপাতালের বেডে বাবাকে দেখতে পাননি তিনি।
এরপরেই ওয়ার্ডমাস্টার থেকে সিকিউরিটি সবার কাছেই খোঁজ নেন জগদীশ বাবুর মেয়ে। কিন্তু কেউই তাঁর খোঁজ দিতে পারেননি। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও খুঁজে পাওয়া যায়নি জগদীশবাবুকে। মেডিকেল কলেজ হাসপাতালে কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে একজন রোগী নিখোঁজ হয়ে গেলেন, সেই প্রশ্ন তুলেছে জগদীশবাবুর পরিবার। আরামবাগ সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষর কাছে লিখিত অভিযোগ জানান তাঁরা। আরামবাগ থানারও দ্বারস্থ হন।
এই হাসপাতালের এমএসভিপির দাবি মানসিক সমস্যা রয়েছে জগদীশবাবুর। তাঁর কথায় "উনি একদিন নিজের বেডে না শুয়ে অন্য বেডে শুয়েছিলেন। ওঁর মানসিক সমস্যা রয়েছে। উনি নিখোঁজ হওয়ার খবর আমরা পুলিশকে জানিয়েছি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।”