শেষ আপডেট: 3rd November 2024 22:01
দ্য ওয়াল ব্যুরো: ভাইফোঁটার শুভ দিনে অঘটন। মিলেনিয়াম পার্কে বেড়াতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেলেন এক প্রৌঢ়া। চোখের সামনে এহেন ঘটনায় ভেঙে পড়েছেন আত্মীয়রা।
রবিবার স্বামী, মেয়ে আর জামাইকে সঙ্গে করে কলকাতার মিলেনিয়াম পার্কে বেড়াতে গিয়েছিলেন হাওড়ার সাঁতরাগাছির এক প্রৌঢ়া। কিন্তু আর তাঁর বাড়ি ফেরা হল না।
জানা যাচ্ছে পরিবারের সঙ্গে পার্কে সময় কাটিয়ে লঞ্চে চেপে ফেয়ারলি ঘাট থেকে হাওড়ার ফেরি ঘাটে আসছিলেন তিনি। ৬টা নাগাদ লঞ্চ থেকে জেটিতে নামতে যাবেন এমন সময় লঞ্চ এবং জেটির মাঝখানে বড় ফাঁক তৈরি হয়। সেই ফাঁকা অংশে পড়ে গিয়ে গঙ্গায় তলিয়ে যান তিনি।
দ্রুত লঞ্চ কর্মীরা ঝাঁপিয়ে পড়ে তাঁর তল্লাশি শুরু করেন। কিন্তু ওই প্রৌঢ়ার কোনও খোঁজ পাওয়া যায়নি। পুলিশ সূত্রে খবর তাঁর নাম শেফালী কর (৫৫)।
চোখের সামনে দুর্ঘটনা ঘটায় কার্যত ভেঙে পড়েছেন পরিবারের লোকজন। ঘটনাস্থলে ইতিমধ্যেই গোলাবাড়ি থানার পুলিশ, বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিক এবং রিভার ট্রাফিক পুলিশ পৌঁছেছে। প্রৌঢ়ার খোঁজে তল্লাশি অভিযান চলছে। মহিলার আত্মীয় পরিজন এই মুহূর্তে লঞ্চ ঘাটেই আছেন বলে খবর।