শেষ আপডেট: 4th January 2025 13:34
দ্য ওয়াল ব্যুরো: চন্দননগর মহকুমা হাসপাতালের সামনে এক অজ্ঞাত পরিচয়ের বৃদ্ধের মৃতদেহ উদ্ধার। যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, হাসপাতালের সামনের দোকানদাররা ঠান্ডায় জবুথবু হয়ে বসে থাকতে দেখেন ওই বৃদ্ধকে। দোকানের সামনে থেকে সরে যেতে বললে ওঠার ক্ষমতা ছিল না তাঁর।
স্থানীয়দের দাবি, হাসপাতালের আশেপাশেই গতকাল থেকে ঘুরতে দেখা গিয়েছিল ওই বৃদ্ধকে। আজ সকাল থেকে তাঁকে দীর্ঘক্ষণ অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর দেওয়া হয় চন্দননগর থানার পুলিশকে।
পুলিশ এসে চন্দননগর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। সম্ভবত অতিরিক্ত ঠান্ডার কারণেই মৃত্যু হয়েছে বৃদ্ধের।
এখনও মৃতের কোনও নাম-ধাম জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ। ছবি দেখিয়ে তাঁর পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
পুলিশ জানিয়েছে, মৃতের দেহের ময়নাতদন্ত করা হবে। প্রাথমিক রিপোর্ট হাতে এলে বোঝা যাবে ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে।