শেষ আপডেট: 23rd October 2024 15:50
দ্য় ওয়াল ব্যুরো, হুগলি: ঘূর্ণিঝড় দানা আছড়ে পড়ার আগেই ডানকুনিতে ভেঙে পড়ল নড়বড়ে ব্রিজের গার্ড রেলিং। এই ঘটনায় আহত হন একজন বাইক আরোহী।
ডানকুনি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঢোঙাঘাটা পোল নামে পরিচিত এই ব্রিজটি। বুধবার সকাল ১১টা নাগাদ আচমকাই ভেঙে পড়ে ওই ব্রিজের একাংশ। পড়ে যান এক বাইক আরোহী। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানেই এখন তিনি চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডানকুনি পুরাতন খালের উপর থাকা ব্রিজটি দীর্ঘদিন ধরে নড়বড়ে অবস্থায় আছে। তার উপর দিয়ে নিত্যদিন চলছে ঝুঁকিপূর্ণ যাতায়াত। বাসিন্দাদের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনও ফল হয়নি। এদিন ভেঙেই পড়ল ব্রিজটি। ঘূর্ণিঝড় দানার প্রভাবে প্রবল দুর্যোগের আশঙ্কায় সতর্ক জেলা প্রশাসন। মঙ্গলবার সকাল থেকেই জেলাজুড়ে শুরু হয়েছে প্রচার। আপাতত ফেরি চলাচল করলেও বিকাল পাঁচটা থেকে বন্ধ করে দেওয়া হবে ফেরিঘাট। কাঁচা বাড়ি, ঝড়ে ক্ষতি হতে পারে এমন বাড়িতে যারা বসবাস করেন তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কমিউনিটি হলে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। হুগলি-চুঁচুড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের জেলে পাড়ার জেলেদের নদীতে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।
এমন নানা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে যখন ব্যস্ত প্রশাসন ঠিক তখনই ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় শোরগোল পড়ে। তবে ঠিক সেই সময়ে সেতুতে গাড়ির চাপ কম থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে।