শেষ আপডেট: 13th December 2024 17:27
দ্য ওয়াল ব্যুরো: নিষিদ্ধ পাক জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগের অভিযোগ! হুগলির আরামবাগে এক যুবকের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। জানা গেছে, যুবকের নাম সাবিরউদ্দিন আলি।
শুক্রবার সকালে আরামবাগের সানা পাড়ায় যুবকের বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারীরা। তবে ওই যুবক বাড়িতে না থাকায় তার খোঁজ মেলেনি। দ্রুত সাবিরকে এনআইএ-র দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এনআই-র অভিযোগ, অভিযুক্ত সাবিরউদ্দিন নিষিদ্ধ পাক জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। বাংলায় বসেই হোয়াটস অ্যাপ গ্রুপে জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখত সে। ঘটনার তদন্তে নেমে দেশের আট রাজ্যে চিরুনি তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারীরা। সেই তালিকায় উত্তরপ্রদেশ, অসমের মতো নাম জড়িয়েছে বাংলারও। সে কারণেই এদিনের অভিযান বলে সূত্রের খবর।
স্থানীয়দের মতে, এদিন সকালে কয়েকজন এনআইএ আধিকারিক কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সানা পাড়ায় আসেন। খোঁজ করতে থাকেন সাবিরউদ্দিনের। পরে সঠিক খবর পেয়ে তদন্তকারীরা যুবকের বাড়িতে পৌঁছে যান। বাড়িতে পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললে জানা যায়, সে বাড়িতে নেই।
এলাকার ছেলে পাক জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত, এমন অভিযোগ শুনে আকাশ থেকে পড়েন স্থানীয়রা। তাদের মতে, সাবির বাইরে কাজ করলেও এলাকায় অত্যন্ত ভাল ছেলে হিসাবে পরিচিত। কারও চোখে চোখ রেখে সে কথাও বলত না সে। বাইরে থাকার কারণে এমন সংগঠনের সঙ্গে যোগাযোগ হয় যুবকের।
তবে বাংলায় বসে জঙ্গি সংগঠনের হয়ে সে কী কাজ করেছে তা জানার চেষ্টা চলছে। বিষয়টিকে কেন্দ্র করে আতঙ্কে ভুগছেন স্থানীয়রা।