শেষ আপডেট: 10th December 2024 15:59
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড সংলগ্ন ড্রেনেজ ক্যানেল রোডের নাম পরিবর্তন করে প্রয়াত ফুটবলার শৈলেন মান্নার নামে করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দিঘা রওনার আগে হাওড়া ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে হাওড়ার জেলাশাসক দীপাপ প্রিয়াকে এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
এদিন ডুমুরজলা হেলিপ্যাডে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, "হেলিপ্যাড গ্রাউন্ড সংলগ্ন ড্রেনেজ ক্যানেল রোডের নাম পরিবর্তন করে প্রয়াত ফুটবলার শৈলেন মান্নার নামে করতে বলেছি। কারণ হাওড়ায় শৈলেন মান্নার নামে কোনও রাস্তা নেই। নাম পরিবর্তনের সঙ্গে জায়গাটার সৌন্দর্যায়ণ করতে বলেছি। সেল্ফহেল্ফ গ্রুপের মহিলাদের কিছু দোকান দিয়েও সাজানো যেতে পারে।"
এদিন দুপুরেই দিঘায় পৌঁছন মুখ্যমন্ত্রী। ওল্ড দিঘাতেই থাকার কথা রয়েছে তাঁর। এই সফরে দিঘার জগন্নাথ মন্দিরের কাজ পরিদর্শন ও এই নিয়ে মন্দির নির্মাণকারী সংস্থা হিডকোর আধিকারিকদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর। আবাস যোজনার বাড়ির জন্য দিঘা লাগোয়া দুটি গ্রামেও যেতে পারেন মুখ্যমন্ত্রী। যেতে পারেন মেরিন ড্রাইভ দিয়ে মন্দারমনি। এছাড়াও রথের সময় মাসির বাড়ি যাওয়ার যে পথ তৈরি হয়েছে সেটাও ঘুরে দেখবেন বলে জানা যাচ্ছে।