শেষ আপডেট: 11th July 2024 17:41
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ছেলের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন মা। ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যুর খবরে উদভ্রান্তের মতো রেললাইনের উপরে উঠে দেহাংশ কুড়ােতে থাকে ছেলে। ধড় থেকে ছিন্ন হয়ে গেছে মাথা। সেই মাথা ধরে কাঁদতে দেখা যায় তাঁকে। এই দৃশ্য দেখে শিউরে ওঠেন আশেপাশের মানুষ। খবর পেয়ে রেল পুলিশ এসে নিরস্ত করে ছেলেকে। বৃহস্পতিবার এই ঘটনায় তুমুল আলোড়ন পড়ে ডানকুনির ১০ নম্বর রেল গেট সংলগ্ন এলাকায়।
ডানকুনি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ডলি ঘোষ বৃহস্পতিবার সকালে ডানকুনির ১০ নম্বর গেট সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়েন। পরে তাঁর দেহ উদ্ধার করে বেলুড় জিআরপি।
স্থানীয় বাসিন্দা দিপালী দাস বলেন, "মা ছেলেকে নিয়ে থাকতেন। ছেলে মানসিকভাবে সুস্থ নন। এদিন সকালেও মায়ের সঙ্গে ঝগড়া হয় ছেলের। এরপর ছেলে মাকে ঘরে তালা দিয়ে রেখেছিল। তালা খুলতেই রাগ করে বেরিয়ে এসে রেল লাইনের পাশে বেশ কিছুক্ষণ বসেছিল। তারপর দোকানে জল চেয়ে খান। তারপর ট্রেন আসছে দেখে লাইনে শুয়ে পড়েন। তাঁর মারা যাওয়ার খবর পেতেই চলে আসেন ছেলে সুখেন। রেললাইনের উপকর উঠে মায়ের দেহাংশ কুড়িয়ে নেওয়ার চেষ্টা করেন।"
প্রত্যক্ষদর্শীরা জানান, মানসিক ভাবে সুস্থ না হলেও ছেলে সম্ভবত বুঝতে পারে তাঁর মা আর নেই। তাই কাঁদতে থাকেন। তাঁরাই রেল পুলিশ ও ডানকুনি থানার পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে বিরত করে তাঁকে। থানায় নিয়ে যাওয়া হয় সুখেনকে। তাঁর মার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।