শেষ আপডেট: 12th March 2025 16:11
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বরের জুতো লুকিয়ে রেখে টাকা আদায় করার চল আছে বিয়েবাড়িতে। হিন্দমোটরে (Hindmotor Incident) ব্যবসায়ীর জুতো সরিয়ে লুঠ হল ক্যাশ। নতুন কায়দায় কেপমারির (Hooghly kepmari) ছবি ধরা পড়ল সিসি ক্যামেরায়।
হিন্দমোটরের বিবি স্ট্রিটে ওষুধের দোকান মনোজ মুখোপাধ্যায়ের। বুধবার সকালে তার বাবা বিপ্লব মুখোপাধ্যায় দোকান খোলেন। একজন প্রৌঢ় ওষুধ কিনতে আসেন। তাঁকে ওষুধ দিয়ে দেন। তারপর আরও একজন ক্রেতা আসেন। বিভিন্ন ধরনের ওষুধ দেখে চলে যান। এরপরেই দোকান ঝাঁট দেওয়ার জন্য বাইরে বেরিয়ে বৃদ্ধ দেখেন দোকানের সামনে খুলে রাখা তাঁর এক পাটি জুতো নেই। সে সময় এক যুবক এসে তাঁকে বলে খানিকটা দূরে কুকুর মুখে করে তাঁর জুতো নিয়ে গেছে। বৃদ্ধ দোকান ফাঁকা রেখেই জুতো খুঁজতে যান। সেই যুবক তার পিছনে যায়।
ফাঁকা দোকানে সে সময় ফিরে আসেন সেই প্রৌঢ় যিনি দোকান খোলামাত্র ওষুধ নিতে এসেছিলেন। দোকানে ঢুকে ক্যাশ বাক্স থেকে নগদ টাকা নিয়ে চম্পট দেন ওই বৃদ্ধ। দোকান মালিক মনোজ মুখোপাধ্যায় বলেন, "একটা গ্যাং এই কেপমারি করছে। সকালে বাবা দোকান খুলতে আসেন। তখনই তারা টার্গেট করে। ওষুধ কেনার অছিলায়
ক্যাশ বাক্স কোথায় সেটা দেখে যায় একজন। আরেকজন এসে জুতো সরায়। আরেক জন এসে বলে কুকুর জুতো নিয়ে গেছে। তারপর বাবা দোকান ফাঁকা রেখে জুতো খুঁজতে যেতেই ক্যাশ বাক্স সাফ করে যায়। হাজার দশেক টাকা ছিল বাক্সে।"
এই ঘটনায় আতঙ্কে ভুগছেন বিপ্লববাবু। খানিকটা অসুস্থও হয়ে পড়েছেন। তাঁর ছেলে মনোজবাবু জানান, এই ঘটনার পর নিরাপত্তার অভাব বোধ করছেন। পুলিশে অভিযোগ জানাবেন।