এই হোটেলেই হয় আজব চুরি
শেষ আপডেট: 2nd August 2024 18:50
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ছাতা রেখে যাওয়ার অছিলায় হোটেল মালিকের মোবাইল ফোন ও টাকা চুরি করল চোর। পরে অবশ্য সিসি ক্যামেরার ফুটেজ দেখে ধরা হল দুষ্কৃতীকে। ছাতা ফেরত নিতে এসেই ধরা পড়ে সে।
ব্যান্ডেল চার্চের সামনের একটি হোটেলে ঘটনাটি ঘটে। বুধবার দুপুরে এক যুবক গণেশ দে'র হোটেলে আসেন। হোটেল মালিক গণেশকেই ওই যুবক জিজ্ঞাসা করেন তিনি সেখানে কাজ করেন কিনা। মজার ছলে মালিকও ওই যুবকের কথায় সম্মতি দেন। এরপর ওই যুবক হোটেলে একটি ব্যাগ আর ছাতা রেখে যায়। জানায় পরে এসে নিয়ে যাবে।
অভিযোগ, বিকেল পাঁচটা নাগাদ হোটেলের কর্মীরা যখন কেউ ছিলেন না, গণেশও একটু বিশ্রাম নিচ্ছিলেন, সেই যুবক এসে চার্জে বসানো হোটেল মালিকের মোবাইল ফোন ও হাজার দুয়েক টাকা নিয়ে চম্পট দেয়। গণেশ ঘুম থেকে উঠে মোবাইল ফোন দেখতে না পেয়ে সিসিটিভির ফুটেজ পরীক্ষা করেন। দেখেন যে ছাতা রেখে গিয়েছিল সেই যুবক চার্জার থেকে মোবাইল খুলে নিয়ে যাচ্ছে।
সন্ধে হতেই ছাতা ফেরত নিতে আসে ওই দুষ্কৃতী। তখনই পাকড়াও করা হয় তাঁকে। উদ্ধার হয় মোবাইল ফোন ও টাকা। পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে। বৃষ্টির সময় ছাতা রেখে যাওয়া যে আসলে চুরির ফন্দি তা বুঝতে পারেননি হোটেলে মালিক। যদিও সিসিটিভি থাকায় বমাল ধরা পরে দুষ্কৃতী।