শেষ আপডেট: 1st August 2024 17:12
দ্য ওয়াল ব্যুরো,হাওড়া: মন্ত্রী অরূপ রায়ের সই জাল করে রেলের টিকিট কাটার চেষ্টার অভিযোগ উঠল। শিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরেই তদন্তে নেমেছে হাওড়া সিটি পুলিশ।
৩০ জুলাই হাসিবুল মল্লিক নামে এক যুবক দক্ষিণ-পূর্ব রেলের চিফ কমার্শিয়াল ম্যানেজারের কাছে একটি চিঠি জমা দেন। ওই চিঠিতে মন্ত্রীর তরফে ৩১ জুলাই শালিমার এলটিটি এক্সপ্রেসের স্লিপার ক্লাসে হাসিবুল মল্লিক-সহ দুই যাত্রীর টিকিট কনফার্ম করে দেওয়ার অনুরোধ ছিল। পরে নজরে আসে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী অরূপ রায়ের সই জাল করে ওই চিঠি পাঠানো হয়েছে রেল কর্তৃপক্ষকে। এখানেই শেষ নয়, মন্ত্রী অরূপ রায়ের লেটার প্যাডও জাল করা হয়েছে।
এই ঘটনার খবর পৌঁছয় মন্ত্রীর কাছে। মধ্য হাওড়া তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক চ্যাটার্জি গতকাল এ ব্যাপারে শিবপুর থানায় লিখিত অভিযোগ করেন। তিনি বলেন, "একটা বড় অসাধু চক্র কাজ করছে। অন্য ধরনের অপরাধ এরা করতে পারে এভাবে মন্ত্রীর লেটার প্যাড ও সই জাল করে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ।" প্রাথমিক তদন্তে পুলিশেরও অনুমান, গোটা ঘটনার পিছনে একটি অসাধু চক্র রয়েছে। গোটা ঘটনাটা খতিয়ে দেখা হচ্ছে।
মন্ত্রী অরূপ রায় বলেন, "যে ঘটনা ঘটেছে তা বড় অপরাধ। দুটি অভিযোগ দায়ের হয়েছে। হাওড়ার পুলিশ কমিশনারের কাছে আমার ব্যক্তিগত সচিব অভিযোগ দায়ের করেছেন। অন্য অভিযোগটি করেন মধ্য হাওড়ার তৃণমূল যুব সভাপতি অভিষেক চ্যাটার্জী। সঠিক তদন্ত করে দোষীকে খুঁজে বের করা দরকার। তা না হলে আমার সই নকল করে ও লেটার প্যাড জাল করে অনেক বড় অপরাধ সংঘটিত হতে পারে।"